এখন থেকে রবির অ্যান্ড্রয়েড স্মার্ট ডিভাইস ‘বিনজ’ কেনা যাবে দেশীয় ই-কমার্স মার্কেট প্লেস ই-ভ্যালি.কম থেকে। দুটি প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে চুক্তি হয়েছে।

বিনজ স্মার্ট ডিভাইসে ১৫০টিরও বেশি লাইভ টিভি উপভোগ করা যাবে। এছাড়া এতে তিন হাজারের বেশি এক্সক্লুসিভ টিভি সিরিজ, চলচ্চিত্র এবং অন্যান্য বিনোদনমূলক কনটেন্ট রয়েছে।

সম্প্রতি রাজধানীর গুলশানে রবির প্রধান কার্যলয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং রবির চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমেদ বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের ডিজিটাল জীবনধারার চাহিদা মেটাতে বদ্ধ পরিকর রবি। এ লক্ষ্যেই রবি এনেছে ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম বিন্জ। যা এরইমধ্যে সাড়া ফেলেছে। ইভ্যালির সঙ্গে চুক্তির ফলে গ্রাহকদের কাছে আরও সহজে বিন্জ ডিভাইস পৌঁছে দেওয়ার সুযোগ পেয়ে আমরা আনন্দিত, যোগ করেন শিহাব আহমেদ।

অনুষ্ঠানে ইভ্যালির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ রাসেল বলেন, মানুষের কেনাকাটার অভ্যাসের সঙ্গে সঙ্গে বিনোদনের অন্যতম মাধ্যম টিভি দেখার অভিজ্ঞতাও পাল্টে গেছে। এখন মানুষ যেমন অনলাইনে কেনাকাটা করতে চায় তেমনি টিভি দেখার ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির স্বাদ নিতে চায়। রবি দর্শকদের সেই সুযোগটি করে দিচ্ছে। আর আমরা ইভ্যালির গ্রাহকদের কাছে বিনজ পৌঁছে দেব। আশা করছি টিভি দেখার ডিজিটালাইজেশনে আমরা উভয়েই অবদান রাখতে পারব।

অনুষ্ঠানে ইভ্যালির এক্সিকিউটিভ ডিরেক্টর এহসান সরোয়ার চৌধুরী ও আরিফুল্লাহ খান, ক্যাটাগরি হেড অমিতাভ চক্রবর্তী এবং রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী, বিন্জ’র জেনারেল ম্যানেজার সালাহ উদ্দিন ও এ ম শাখাওয়াত হোসাইন উপস্থিত ছিলেন।

একে/জেডএস