সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে চলছে লেনদেন। সকালে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচকে ব্যাপক প্রভাব পড়েছে। সূচকের পাশাপাশি লেনদেন বেশ ভাল।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোনো কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে উত্থান-পতন হলেও তদন্ত করবে না, এমন খবরে সকাল ১০টায় সূচকের তেজিভাবের মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়। দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৫টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৭টির, কমেছে ৭৩টির, অপরিবর্তিত রয়েছে ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

এ সময়ের মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬৩ দশমিক ৫ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৯৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক পয়েন্ট ২৫, ডিএস-৩০ সূচক বেড়েছে ৮২ পয়েন্ট। তাতে লেনদেন হয়েছে ৯৫১ কোটি ৯৬ লাখ টাকার বেশি।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ সময়ে লেনদেন হয়েছে ৩১ কোটি ৪৭ লাখ টাকার বেশি।

এ বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ৩৯টির, অপরিবর্তিত রয়েছে ২৬ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এমআই/জেডএস