কানাডার টরেন্টোতে ডিজিটাল বুথ খোলার অনুমতি পেয়েছে পদ্মা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৫৪তম সভায় এ অনুমোদন দেয়।  

সম্প্রতি দুই স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

গত বছরের শেষ দিকে প্রথমবারের মতো ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ব্রোকারেজ হাউজের শাখা খোলার অনুমোদন দেয় কমিশন।

দেশের পুঁজিবাজারে বিদেশিদের আকৃষ্ট করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

তিনি ঢাকা পোস্টকে বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে দেশের সব জায়গায় শাখা অফিস খোলার অনুমোদন দেওয়া হয়েছে। এখন অনুমোদন দেওয়া হয়েছে দেশের বাইরে ডিজিটাল শাখা খোলার।

বিএসইসির এই মুখপাত্র জানান, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কমিশন রোড শো করছে। আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি দুবাইয়ে ‘রাইজিং অব বেঙ্গল টাইগার: পটেনশিয়াল অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ নামে চারদিন ব্যাপী রোড শো হবে। এতে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম উপস্থিত থাকবেন। ওই সময়ই ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ডিজিটাল বুথ উদ্বোধনের প্রস্ততি চলছে।

এদিকে পদ্মা ব্যাংক সিকিউরিটিজ কানাডাতে কখন ও কীভাবে তাদের ডিজিটাল বুথ চালু করবে তা নিয়ে আলোচনা চালাচ্ছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি টরেন্টোর অন্টারিও কমিশনে ডিজিটাল বুথ খুলতে আবেদন করেছে।

এমআই/এসআরএস