শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে চার কোম্পানি
পুরাতন ছবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেডসহ চার কোম্পানি সমাপ্ত অর্থবছরের বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে। বাকি কোম্পানি তিনটি হলো- বারাকা পাওয়ার লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) শেয়ারহোল্ডারদের বিও হিসাবে লভ্যাংশ পাঠানো হয়েছে। বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
কোম্পানির তথ্য মতে, বিদ্যুৎ খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও হিসেবে পাঠিয়েছে। কোম্পানি গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এরপর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সমাপ্ত হিসাব বছরের জন্য ৮ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়। এর প্রেক্ষিতে বোনাস শেয়ার বিও হিসেবে পাঠানো হয়েছে।
সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৫৮ পয়সা। এছাড়া গত হিসাব বছরে নতুন দুটি বিদ্যুৎকেন্দ্র যোগ হওয়ায় কোম্পানিটির সম্মিলিত মুনাফাও বেড়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির সম্মিলিত নিট মুনাফা ছিল ৫৬ কোটি ৭৬ লাখ টাকা।
বিজ্ঞাপন
স্টাইলক্রাফটের পরিচালনা পর্ষদ ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।এরপর কোম্পানির এজিএমে সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। আর শেয়ার হোল্ডারদের বিওতে বৃহস্পতিবার পাঠানো হয়েছে বোনাস শেয়ার।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা। আর ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৯৬ পয়সা।
এছাড়াও ওষুধ খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস ২ শতাংশ এবং মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি ভিএফএস থ্রেড ডাইংয় শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ বোনাস লভ্যাংশ বিও হিসাবে পাঠিয়েছে।
এমআই/এইচকে