শান্তা আমানাহ শরিয়াহ ফান্ডের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা
বেমেয়াদি শান্তা আমানাহ শরিয়াহ ফান্ড ইউনিট হোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যার পুরোটাই নগদ লভ্যাংশ।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় সমাপ্ত হিসাব বছরের (৩১ ডিসেম্বর ২০২০) নিরীক্ষিত আর্থিক ফলাফল পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
বিজ্ঞাপন
গত ৩১ ডিসেম্বর পর্যন্ত যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা লভ্যাংশ পাবেন। এ সময় ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ২৩ পয়সা।
রিসার্চ ও ফান্ড ম্যানেজমেন্টে দক্ষতার প্রতিফলন দেখা যায় ফান্ডটির ২০২০ হিসাব বছরের পারফরম্যান্সে। ২০২০ হিসাব বছরে ফান্ডটি বিনিয়োগকারীদের জন্যে মোট ২৪ দশমিক ৬ শতাংশ মুনাফা দিয়েছে।
বিজ্ঞাপন
২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ফান্ডটির সাবস্ক্রিপশন শুরু হয়। শুরু থেকে এ বছর ২৩ জানুয়ারি পর্যন্ত ফান্ডটির এনএভি বেড়েছে ৩৩ দশমিক ১ শতাংশ। অপরদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের শরিয়াহ ভিত্তিক সূচক, ডিএসইএস বেড়েছে মাত্র ০.৩ শতাংশ।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান বলেন, গবেষণা এবং শৃঙ্খলাই আমাদের ভাল পারফরম্যান্সের মূল চাবিকাঠি। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি বিনিয়োগকারীদের ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড-এর মাধ্যমে ভালো রিটার্ন দেওয়ার।
তিনি আরও বলেন, সাধারণ বিনিয়োগকারীদের উপযুক্ত বিনিয়োগের মাধ্যম হিসাবে অন্যান্য দেশের মতো ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড জনপ্রিয় করার জন্য শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কাজ করে যাচ্ছে।
এসআই/এইচকে