টেলিযোগাযোগ ও আর্থিকখাতের প্রায় সব শেয়ারের দাম বাড়ার মধ্য দিয়ে চলছে পুঁজিবাজারের লেনদেন। আর তাতে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন।

এসময়ে পুঁজিবাজারের তালিকাভুক্ত ২৩টি আর্থিকখাতের কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯টির, অপরিবর্তিত রয়েছে ২টির। অন্যদিকে টেলিযোগাযোগখাতের তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা, গ্রামীণফোনের শেয়ারের দাম বেড়েছে। এছাড়াও ওষুধখাতের কোম্পানি বেক্সিমকো ফার্মা এবং স্কয়ার ফার্মাসহ বেশ কিছু বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

ফলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫০টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১১২টির, অপরিবর্তিত রয়েছে ৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

লেনদেনের দেড় ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৫৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৭ পয়েন্ট, ডিএস-৩০ সূচক বেড়েছে ১৫ পয়েন্ট।

তাতে ডিএসইতে মোট লেনদেনে হয়েছে ৪৭৫ কোটি ৮১ লাখ ২৪ হাজার টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২২ কোটি ৫০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১৬ কোটি ৯০ লাখ টাকা।

সিএসইর প্রধান সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ১০০ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ৫১টির, অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/জেডএস