ডিএসই-সিএসই

স্কয়ার ও বেক্সিমকো ফার্মার দাম বৃদ্ধির পাশাপাশি ব্যাংক এবং আর্থিক খাতের শেয়ারের উত্থানকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) পুঁজিবাজারে সূচক বেড়েছে।

এ নিয়ে টানা দু'দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার বৃদ্ধিকে কেন্দ্র করে পুঁজিবাজারে সূচক বাড়ল।

অপরদিকে টানা দুদিন বীমা ও মিউচ্যুয়াল ফান্ডসহ বেশিরভাগ খাতের শেয়ারের দাম কমায় কমেছে। তাতে পুঁজিবাজারে সূচক পতন ব্যাপক অবদান রেখেছে।

এর ফলে বুধ-বৃহস্পতিবার সূচক বাড়লেও আজকে লেনদেন ও বেশিরভাগ শেয়ারের দাম কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৩ ব্যাংক নতুন করে আড়াই হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করছে এমন খবরে ব্যাংক এবং আর্থিকখাতের প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া মোট ৩৬০টি প্রতিষ্ঠানের সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ৮৫টির প্রতিষ্ঠানের শেয়ারের দর।

আর তাতে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে এক পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ২১৩ কোটি ৪৫ লাখ ৫৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪১৬ কোটি ৪ লাখ ৬১ হাজার টাকা।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১১২টির ও অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

লেনদেন হয়েছে মোট ৫৮ কোটি ৩৩ লাখ ৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৫৮ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-রবি আজিয়াটা, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার, জিবিবি পাওয়ার, বিডিফাইন্যান্স, সিটি ব্যাংক, বারাকা পাওয়ার, লাফার্জহোলসিম এবং স্কয়ার ফার্মা লিমিটেড।

দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে এনার্জিপ্যাক পাওয়ার পাওয়ার জেনারেশন, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ইন্ট্রাকো, জিবিবি পাওয়ার, বিডি ফাইন্যান্স হাইডেলবার্গ সিমেন্ট, মিরাক্কেল ইন্ডাস্ট্রিজ, বিডি ল্যাম্প এবং বিএসআরএম স্টিল লিমিটেড।

এমআই/এসএম