দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের।

রোববার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের অক্টোবর’২০-ডিসেম্বর’২০ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়েছে। 

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।  

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা হয়েছে ১৬ লাখ ৭৭ হাজার ৯৩০ টাকা। আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ৪ লাখ ৭৬ হাজার ২৩১ টাকা। অর্থাৎ মুনাফা বেড়েছে ৩ গুণ।

তাতে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২৩ পয়সা। অর্থাৎ কোম্পানির ইপিএস বেড়েছে ১ টাকা ৫৫ পয়সা।

গত বছরের জুলাই’২০-ডিসেম্বর’২০ পর্যন্ত সময়ে বেক্সিমকোর শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯২ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৫৪ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১৩ টাকা ৫৫ পয়সা।

১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২০ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৩ টাকা ২৯ পয়সা।

বর্তমানে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে কোম্পানির ৩০ দশমিক ৫৫ শতাংশ শেয়ার। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৫ দশমিক ১৮ শতাংশ শেয়ার। এছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১ দশমিক ৬৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫২ দশমিক ৬৪ শতাংশ শেয়ার।

সর্বশেষ বছরে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। তার আগের বছরও ৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়।

এদিকে আগের কার্যদিবসের তুলনায় রোববার ৫ টাকা দাম বেড়ে কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৮৮ টাকা ৯০ পয়সা।

এমআই/জেডএস