ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় সব খাতের শেয়ারের দাম কমার মধ্য দিয়ে চলছে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারের লেনদেন।

বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও কিছু মূলধনী কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচকের মিশ্র প্রবণতা দেখা দিয়েছে। পাশাপাশি লেনদেনেও ধীরগতি রয়েছে।

ফলে বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২৯২ কোটি ৯ লাখ টাকা।

প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে ৩৩০টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৬০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ৪ পয়েন্ট, তবে ডিএস-৩০ সূচক বেড়েছে ৪ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ সময়ে লেনদেন হয়েছে ১৪ কোটি ১৩ লাখ টাকার। সিএসইর প্রধান সূচক ৭৪ পয়েন্ট কমে ১৬ হাজার ১২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪টির, কমেছে ৬৭টির, অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/জেডএস