শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) নতুন প্রধান প্রকৌশলী হিসাবে দায়িত্ব পেলেন প্রকৌশল মো. আরিফুর রহমান। তিনি প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন। ইইডির সদ্য পিআরএলে যাওয়া প্রধান প্রকৌশলী বুলবুল আক্তারের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব সৈয়দা নওয়াবা জাহান স্বাক্ষরিত আলাদা দুটি আদেশ জারি করা হয়েছে। একটি আদেশে তাকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী থেকে অতিরিক্ত প্রকৌশলীর (চলতি দায়িত্ব) দায়িত্ব দেয়া হয়েছে, অন্য আদেশে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দেয়া হয়েছে।

গত ১৯ নভেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন ইইডির প্রধান প্রকৌশলী বুলবুল আক্তার। এর আগে ২০১৯ সালের ২২ আগস্ট তাকে প্রধান প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। 

এনএম/এনএফ