প্রতীকী ছবি

সারাদেশে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় প্রাক-প্রাথমিকে মোট ৩২ হাজার ৫৭৭ জন নিয়োগ দেবে সরকার। এর বিপরীতে ১৩ লাখের বেশি আবেদন পড়েছে। বিশাল এ সংখ্যক প্রার্থীর পরীক্ষা নিতে হিমশিম খেতে হয় প্রাথমিক শিক্ষা অধিদফতরকে (ডিপিই)।

সর্বশেষ ২০১৮ সালের নিয়োগে প্রশ্নফাঁস ঠেকানো গেলেও কেন্দ্রভিত্তিক অনিয়ম বন্ধ করা যায়নি। ওই সময় পাচঁটি জেলায় বিভিন্ন কেন্দ্রের মধ্যে পরীক্ষার্থীদের বলে দেওয়া, প্রশ্ন সমাধানে বাইরে থেকে লোক কেন্দ্রের ভেতরে প্রবেশের সুযোগ দেওয়ার ঘটনা ঘটে।

আসন্ন পরীক্ষায় এসব অনিয়ম বন্ধে পরীক্ষকদের ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ডিপিই। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষকদের নজরদারিতে রাখার পাশাপাশি পরীক্ষক কোন কেন্দ্রে ডিউটি করবেন তা লটারির মাধ্যমে নির্ধারণ হবে এবং পরীক্ষার শুরুর এক থেকে দেড় ঘণ্টা আগে তাকে জানানো হবে।

এতে পরীক্ষা হলের মধ্যে পছন্দের পরীক্ষার্থীকে বলে দেওয়া বা আগে থেকে কেন্দ্র চুক্তি নেওয়ার সুযোগ থাকবে না।

জানা গেছে, রোববার (৩ জানুয়ারি) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও প্রাথমিক শিক্ষা অধিদফরের মধ্যে এ সংক্রান্ত একটি বৈঠক হয়। যেখানে পরীক্ষার্থীদের মতো পরীক্ষকদের ডিউটি লটারির মাধ্যমে নির্ধারণ করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

বৈঠকে বুয়েটের প্রতিনিধি জানান, এখন থেকে দুই বা তিনদিন আগে শিক্ষক কোথায় ডিউটি করবেন তা জানানো হবে না। তবে তিনি পরীক্ষার ডিউটিতে থাকবেন সেটা জানবেন, কিন্তু কোন কেন্দ্রে দায়িত্বে থাকবেন তা জানবেন না। সেটি জানবেন পরীক্ষার শুরুর এক ঘণ্টা আগে। এতে স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রভাবশালীদের চাপ এবং কেন্দ্রভিত্তিক চুক্তি করে নকল করার সুযোগ আর থাকবে না।

সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার দিন পরীক্ষকরা জেলার নির্দিষ্ট একটি জায়গায় অব্স্থান করবেন এক ঘণ্টা আগে লটারির মাধ্যমে তার কেন্দ্র জানিয়ে দেওয়ার পর তিনি সেখানে যাবেন। জেলা শিক্ষা অফিস ছাড়াও স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিষয়টি বাস্তবায়ন করা হবে।

এর আগে জেলা শিক্ষা অফিসের মাধ্যমে একদিন আগেই পরীক্ষককে তার কেন্দ্র জানিয়ে দেওয়া হতো। এতে স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক চাপ আসতো পরীক্ষকের ওপর। কেন্দ্রভিত্তিক চুক্তি হতো পরীক্ষার্থীদের নকল বা হলে উত্তর বলে দেওয়ার জন্য।

এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম ঢাকা পোস্টকে বলেন, এবার সহকারী শিক্ষক নিয়োগের আরও স্বচ্ছতা আনতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো পরীক্ষার হলে দায়িত্বরত পরীক্ষককে নজরদারির মধ্যে রাখা এবং তাদের ডিউটি লটারির মাধ্যমে ঠিক করা। কারণ সর্বশেষ ২০১৮ সালে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসসহ যেসব অনিয়ম হয়েছে তার বেশিরভাগ হয়েছে পরীক্ষার কেন্দ্র থেকে।

তিনি জানান, সেজন্য দুদিন আগে নয়, এবার পরীক্ষকের কেন্দ্র এক ঘণ্টা আগে জানানো হবে। সেজন্য বুয়েট ও ডিপিই টেকনিক্যাল কমিটি এ সংক্রান্ত কাজ প্রায় শেষ করেছে।
  
ডিপিই কর্মকর্তারা জানান, গত পরীক্ষায় ৮ সেট প্রশ্ন করা হয়েছিল। এবার প্রশ্নের সেট বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে কত সেট হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। এছাড়াও আগে পরীক্ষায় যেসব জেলায় প্রশ্নফাঁস ও পরীক্ষার হলে ঝামেলা হয়েছে সেসব জেলাগুলো থাকবে অতিরিক্ত পর্যবেক্ষণে।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় প্রাক-প্রাথমিকে ২৫ হাজার ৬৩০ জন এবং বিভিন্ন সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষকের শূন্য পদে রাজস্ব খাতে ৬ হাজার ৯৪৭ জন অর্থাৎ মোট ৩২ হাজার ৫৭৭ জন নিয়োগ দেওয়া হবে। এজন্য তিন পার্বত্য জেলা (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) ছাড়া বাকি সব জেলা থেকে প্রায় ১৩ লাখ আবেদন পড়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতার আসার পর ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১ লাখ ৯৭ হাজার ৮৬৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

এনএ/জেডএস