ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে ২০২১ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণির ভর্তি লটারি শুরু হবে ৮ জানুয়ারি। এ কার্যক্রম চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। বেইলি রোডে প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসে এ লটারির আয়োজন করা হবে। এই লটারির কার্যক্রমে অভিভাবকদের দুইজন প্রতিনিধি রাখার দাবি জানিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ অভিভাবক ফোরাম।

মঙ্গলবার (৫ জানুয়ারি) অভিভাবক ফোরামের পক্ষ থেকে গভর্নিং বডির সভাপতিকে চিঠি দিয়ে এ দাবি জানিয়েছেন সংগঠনটি। সংগঠনের সভাপতি আবদুর রহিম হাওলাদার ও সাধরণ সম্পাদক আবদুল মজিদ সুজন এ দাবি জানান।

অভিভাবকরা জানান, প্রতি বছর ছাত্রী ভর্তির সময় কিছু কিছু অনিয়ম ও দুর্নীতির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ সংক্রান্ত অভিযোগ পুরোপুরি সত্য না হলেও অধিকাংশ ক্ষেত্রে অভিযোগের সত্যতা মেলে। এ বছর স্কুলে নতুন গভর্নিং বডির সভাপতি ও নতুন অধ্যক্ষ এসেছে। এতে আমরা খুবই আনন্দিত।

করোনার কারনে নতুন বছরে ভর্তি লটারির প্রক্রিয়ায় ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত থাকতে পারবেন না। তাই লটারি যাতে ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য আমরা স্কুলের অভিভাবক হিসেবে সক্রিয় সহযোগিতা করতে চাই।  

তারা আরও বলেন, তাই ভর্তি লটারি প্রক্রিয়া যাতে স্বচ্ছ ও সুন্দর হয় এবং এ নিয়ে যেন অভিভাবকদের মধ্যে কোনো রকম সংশয়, সন্দেহ, আলোচনা-সমালোচনার সৃষ্টি না হয় এজন্য ফোরাম থেকে দুই জন প্রতিনিধিদেরকে লটারির সময় উপস্থিত রাখার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে ভিকারুননিসার নতুন অধ্যক্ষ কামরুন নাহার মুকুল বলেন, অভিভাবকরা যে দাবি করছেন সে বিষয়ে স্কুলে গভর্নিং কমিটি সিদ্ধান্ত নেবে। কমিটি যখন আমার মতামত চাইবে, তখন আমি মতামত দেবো। 

কামরুন নাহার এর আগে জধানীর দুয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব্ পালন করছিলেন। দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ানকে অপসারণ করা হলে দায়িত্ব নিয়েছেন তিনি।  

২০০৬ সালে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ অভিভাবক ফোরাম প্রতিষ্ঠিত হয়। ২০১৪ সালে সমাজ সেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত হয় সংগঠনটি।

এনএম/এনএফ