৮ দফা দাবি জানিয়েছে সংগঠনটি

অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক-শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা প্রদান এবং ক্যাম্পাস খুলে দেওয়াসহ ৮দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান সংগঠনটির নেতা-কর্মীরা।

বাকি দাবিগুলো হলো- করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ, এসাইনমেন্টের নামে আদায় করা ফি ফেরত, নামে-বেনামে ফি আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস খোলার রোডম্যাপ ঘোষণা, সেশনজট রোধে দ্রুত এইচএসসি’র ফল প্রকাশ ও সব বিশ্ববিদ্যালয়ে সেশনজট রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা।  

এছাড়া পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকতা বন্ধ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল খুলে দিয়ে শিক্ষার্থীদের আবাসনব্যবস্থা নিশ্চিত এবং সব বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক কোর্স বন্ধের দাবিও জানিয়েছে সংগঠনটি।

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু বলেন, পারিবারিক অর্থনৈতিক সংকটের কারণে হাজারও শিক্ষার্থী একাডেমিক কার্যক্রম থেকে ঝরে পড়ছে। অনেকে শহরের বাসা-মেস ছেড়ে দিয়ে গ্রামে পাড়ি জমিয়েছে। সব শিক্ষার্থীর শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে।

৮ দফা দাবি মেনে নেওয়া না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিনের সঞ্চালনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি কে এম মুত্তাকী, কেন্দ্রীয় সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আসমানী আশা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন। ছাত্র ইউনিয়ন কবি নজরুল সরকারি কলেজ সংসদ এতে সংহতি প্রকাশ করে।

এসআরএস