ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সংগৃহীত ছবি

করোনাভাইরাস পরিস্থিতিতে পলিটেকনিকের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার নম্বর ও সময় কমানো হয়েছে। এবারের পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য প্রশ্নপত্রের ৫০ শতাংশ উত্তর বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ এখন শিক্ষার্থীদের মোট নম্বরের ৫০ শতাংশের উত্তর দিতে হবে।

সব বিষয়ের তিন ঘণ্টার পরীক্ষা দুই ঘণ্টা এবং দুই ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায় সম্পন্ন হবে।

শনিবার (১৬ জানুয়ারি) কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তুতি বিবেচনায় রেখে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা-২০২০ পরিচালনার লক্ষ্যে সরকারি ও বেসরকারি ডিপ্লোমা পর্যায়ের ইনস্টিটিউটের অধ্যক্ষ ও পরিচালকদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ডিপ্লোমা পর্যায়ের পরীক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ তিনটি সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সেগুলো হলো-

>> ২০১০ ও ২০১৬ প্রবিধানের আওতায় পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে মুদ্রিত মোট নম্বরের ৫০ শতাংশ নম্বরের উত্তর দিতে হবে (সকল বিভাগের যেকোনো প্রশ্ন থেকে)।

>> ২০১০ ও ২০১৬ প্রবিধানের সকল বিষয়ের তিন ঘণ্টার পরীক্ষা দুই ঘণ্টা এবং দুই ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায় অনুষ্ঠিত হবে।

>> প্রতিটি বিষয়ে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে প্রশ্নপত্রে উল্লেখিত মোট নম্বরের বিপরীতে রূপান্তরিত করে ফলাফল নির্ধারণ করা হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মে. মোরাদ হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় বোর্ডের সচিব ড. মো. জাহেদুল হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুর রহমান, অধ্যক্ষ মো. জাকির হোসেন, অধ্যক্ষ মো. রুহুল আমিন, অধ্যক্ষ মো. রিহান উদ্দিন, চিফ ইন্সট্রাক্টর আরিফা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা-২০২০ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।

এনএম/এফআর