আবারও জুটি বাঁধলেন শাকিব খান ও শবনম বুবলী। দুজনকে নিয়ে আরটিভি নির্মাণ করতে যাচ্ছে ‘লিডার: আমিই বাংলাদেশ’। সিনেমাটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা তপু খান। এই উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যায় বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে সিনেমার জন্য চুক্তি স্বাক্ষর করেন শাকিব ও বুবলী। সেখানে আরও উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান, পরিচালক তপু খানসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে শাকিব খান দেশের সিনেমার অবস্থা প্রসঙ্গে বলেন, ‘সিনেমা তো এখন অনেকেই নির্মাণ করছেন। গণমাধ্যমের কল্যানে এমন কিছু দেখি যা দেখে নিজেরই লজ্জা হয়। কিন্তু আশিক ভাইয়ের মতো কিছু মানুষ যখন ভালো গল্প নিয়ে আসেন তখন গর্ব হয়। তিনি যখন বলেন এই সিনেমা শুধু দেশেই নয়,  দেশের বাইরেও দেখানো হবে তখন ভালো লাগে।’

শাকিব খান ও বুবলী

শাকিব খান পাশের দেশের সিনেমা ইন্ডাস্ট্রির উদাহরণ দিয়ে আরও বলেন, ‘পাশের দেশের ছোট ছোট ইন্ডাস্ট্রি এখন কোথায় চলে গেছে। বলিউডকে ছাড়িয়ে তারা সিনেমা বানাচ্ছে। বাজেট ৩০০-৪০০ কোটি রুপি। অথচ আমাদের সিনেমার অবস্থা কী! ১০-২০ লাখ টাকায় নাকি সিনেমা বানানো হবে এখন। কোথায় নেমে এসেছি। কী চিন্তা আমাদের!’

কম বাজেটে যারা সিনেমা নির্মাণ করছেন তাদের উদ্দেশ্যে শাকিব বলেন, ‘কেউ কেউ বলছেন মানুষের কাজ নেই, তিনি কাজ দিচ্ছেন সবাইকে। তোমার কাজ দেওয়ার দরকার নেই স্টুপিড, তুমি কে কাজ দেওয়ার! আমার ১০০ সিনেমার দরকার নেই। দরকার ভালো একটি সিনেমা।’

দীর্ঘ বিরতি ভেঙে আবারও জুটি বাঁধলেন শাকিব ও বুবলী। মাঝে গুঞ্জন রটেছিল অপু বিশ্বাসের পথেই হয়তো হাঁটছেন বুবলী। তাই মাঝে হঠাৎ ডুব দিয়েছিলেন তিনি। এরপর আবার যখন ফিরলেন তখন আর শাকিবের বিপরীতে পাওয়া যায়নি তাকে। 

সকল গুঞ্জন আর অপেক্ষার অবসান ঘটল ‘লিডার: আমিই বাংলাদেশ’ দিয়ে। ২০ মার্চ শুরু হবে এই সিনেমার শুটিং।

আরআইজে/এমআরএম