সংবাদের শিরোনামে অপু বিশ্বাস মানেই বিনোদন জগতের বিভিন্ন খবর। তবে এবার চেনা গণ্ডির বাইরে পাওয়া গেল এই নায়িকাকে। তাকে এবার দেখা যাবে কাবাডি ফেডারেশনে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন অপু বিশ্বাস। মূলত জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত পাঁচ কাউন্সিলরের একজন হিসেবেই ফেডারেশনটির সদস্য হয়েছেন তিনি। 

কাবাডির ২৫ সদস্যের কমিটিতে একমাত্র অপু বিশ্বাসই নারী। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত পাঁচ কাউন্সিলরের একজন হিসেবেই কাবাডি ফেডারেশনের সদস্য হয়েছেন তিনি। এ কমিটির সাধারণ সম্পাদক পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান।

অপু বিশ্বাস

দীর্ঘদিন ধরে অনির্বাচিত কমিটি দিয়ে কাবাডি পরিচালনা হচ্ছিল। ৯ বছর পর আবারও ফেডারেশনের নির্বাচনের ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। 

অপু বিশ্বাস কমিটিতে নির্বাচিত হওয়া প্রসঙ্গে ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘খেলা উদ্বোধনের জন্য বিভিন্ন সময় আমরা তারকদের আমন্ত্রণ জানিয়েছি। অপু বিশ্বাস কাবাডির শুভেচ্ছাদূত হিসেবে সারা দেশে কাজ করবেন। তারকাখ্যাতিকে আমরা কাজে লাগিয়ে আমরা কাবাডিকে আরও জনপ্রিয় করতে চাই।’

উল্লেখ্য, দীর্ঘদিন পর্দায় উপস্থিত নেই অপু বিশ্বাস। তবে এ বছর একাধিক সিনেমায় তাকে দেখা যেতে পারে। এরমধ্যে ১৯ মার্চ মুক্তি পাবে ‘প্রিয় কমলা’। যেখানে বাপ্পী চৌধুরী বিপরীতে দেখা যাবে তাকে। এছাড়া কলকাতায় অভিনীত তার প্রথম সিনেমা ‘শর্টকাট’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

এমআরএম