চলে গেলেন অভিনেতা আব্দুল কাদের। শনিবার ‌(২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের এই গুণী অভিনেতা। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আব্দুল কাদেরের পুত্রবধূ। জানাজা ও দাফন বিষয়ে তিনি আরো জানান, হাসপাতাল থেকে মিরপুর ডিওএইচএসে নেওয়া হবে মরদেহ। বাদ জোহর অনুষ্ঠিত হবে আবদুল কাদেরের প্রথম জানাজা। সেখানে পরিবারের সঙ্গে বাস করতেন তিনি। 

জানাজা শেষে আব্দুল কাদেরকে নেওয়া হবে বাংলাদেশে শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে। সেখানে বিকাল ৩টায় তাঁকে শ্রদ্ধা জানানো হবে। উপস্থিত থাকবেন দেশের সংস্কৃতি অঙ্গনের অনেকে। 

শিল্পকলায় শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হবে বনানীতে। সেখানে দাফন করা হবে আব্দুল কাদেরকে। 

দীর্ঘদিন প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যানসারে আক্রান্ত ছিলেন আব্দুল কাদের। ক্যানসারের অবস্থা জটিল আকার ধারণ করে। এরপর করলে আব্দুল কাদেরকে গত ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

এরপর গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। সেদিন বিমানবন্দর থেকেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে তার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। অবস্থার অবনতি হলে শুক্রবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

এমআরএম