শ্রীলেখার মন খারাপ
প্রতি বছর বেশ বড় করে হোলি উদযাপন করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কিন্তু এ বছর ঘটল বিপত্তি। কোনো আয়োজন নেই অভিনেত্রীর বাসায়। এই হোলিতে কোনোভাবেই আনন্দের রঙ মাখতে রাজি নন এই তারকা।
মন খারাপের কারণে নিজেকে এবার গুটিয়ে রেখেছেন শ্রীলেখা। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বন্ধুরা, এবছর হোলি আমার জন্য নয়’।
বিজ্ঞাপন
শ্রীলেখার মন খারাপের কারণ অবশ্য তার নিজের কোনো সমস্যা নয়। আচমকা অসুস্থ হয়ে পড়েছে তার প্রাণের চেয়ে প্রিয় কুকুর সারমেয়। আদর করে তাকে প্রোটিন নামে ডাকেন তিনি। প্রোটিনের অসুস্থতার জন্যই এ বছর রঙ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।
ডিসটেম্পার রোগে আক্রান্ত হয়েছে প্রোটিন। এই কঠিন রোগে তার যন্ত্রণা দেখে কিছুই ভালো লাগছে না শ্রীলেখার। প্রোটিনের অসুস্থতার খবর ফেসবুকে জানিয়েছিলেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
কুকুরের প্রতি শ্রীলেখার প্রীতি সবারই জানা। ব্রিড ডগ ছাড়াও পথকুকুর রয়েছে তার। এমনকি ফ্ল্যাটের নিচে রাস্তায় কোনো কুকুর অসুস্থ হয়ে পড়লেও তাকে ঘরে জায়গা দেন তিনি।
উল্লেখ্য, শ্রীলেখা বাম রাজনীতি নিয়ে বেশ সরব সময় কাটাচ্ছেন। নিয়মিত মাঠে পাওয়া যাচ্ছে তাকে। অন্যদিকে টলিউড তারকাদের ডান রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন তিনি।
এমআরএম/জেএস