দিল্লির রাস্তায় অজয়কে মারধর!
ভারতের দিল্লির রাস্তায় এক মারামারির ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় এক ব্যক্তিকে প্রবল মারছেন কয়েকজন। সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে ভিডিওর সেই ব্যক্তি নাকি বলিউড অভিনেতা অজয় দেবগন।
সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টে বলা হচ্ছে অজয় দেবগন নেশায় মত্ত ছিলেন। গাড়ি পার্কিং নিয়ে এই প্রবল ঝগড়ার শুরু। এর পর লোকজন এক হয়ে তার সঙ্গে মারপিট শুরু করে দেন।
বিজ্ঞাপন
তবে ভিডিওর ব্যক্তিকে অজয় দেবগন বলে দাবি করা হলেও একবারের জন্যেও তার চেহারা পরিষ্কার দেখা যাচ্ছে না। চেহারার আকৃতিতে মিল থাকার কারণে তাকে নেটিজেনরা অজয় দেবগন বলে দাবি করছেন।
ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি জানি না ওই ব্যক্তি অজয় দেবগন না অন্য কেউ। সামাজিক মাধ্যমে এই ভিডিও দ্রুত ছড়াচ্ছে যেখানে দাবি করা হচ্ছে এই ব্যক্তি অজয় দেবগন।’
বিজ্ঞাপন
তথ্য অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, ভিডিওটি রাজধানী দিল্লির কাছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে। যেখানে রাতে পার্কিং নিয়ে দুই গ্রুপের মধ্যে ব্যাপক মারামারি হয়। উত্তেজনা দ্রুত বাড়তে থাকে যার ফলে আরও মানুষ এই গণ্ডগোলে জড়িয়ে যায়।
এমআরএম