গোপন সত্য প্রকাশ করলেন কঙ্গনা
বিভিন্ন মন্তব্যের জন্য বেশিরভাগ সময় খবরের শিরোনামে আসেন কঙ্গনা রানাউত। নতুন করে আরও এক মন্তব্যের জন্য আলোচনায় এলেন তিনি। সম্প্রতি টুইট করে দাবি করেছেন, তিনি ছিলেন একজন অবাঞ্ছিত শিশুকন্যা!
কঙ্গনা জানান, অবাঞ্ছিত শিশু হওয়ার পরেও কাজের মধ্যে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। টুইটারে তিনি লেখেন, ‘আমি ছিলাম একজন অবাঞ্ছিত শিশুকন্যা। আজ আমি সেরা সিনেমা নির্মাতা, শিল্পী ও টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করি। অর্থ নয়, খ্যাতি নয়, আমি আমার কাজকে ভালোবাসি।’
বিজ্ঞাপন
নিজের জীবনের এক গোপন ও চূড়ান্ত ব্যক্তিগত সত্যকে সকলের সামনে তুলে ধরলেন কঙ্গনা। তাকে সবাই স্পষ্টবক্তা হিসেবেই চেনেন। সমালোচকরাও জানেন, যে কোনও বিষয়ে প্রতিক্রিয়ার পরোয়া না করেই মতামত দিয়ে ফেলেন এই অভিনেত্রী। আবারও নেটিজেনদের চমকে দিল তার টুইট।
চলতি সময়ে বেশ ব্যস্ত সময় কাটছে কঙ্গনার। সম্প্রতি ক্যারিয়ারের চতুর্থ জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী। এরপরই প্রকাশ্যে আসে তার বহু প্রতীক্ষিত ‘থালাইভি’ সিনেমার ট্রেলার। সেখানে তামিলনাডুর ‘আম্মা’ জয়ললিতার ভূমিকায় দেখা যাবে তাকে।
বিজ্ঞাপন
তবে এমন ব্যস্ততার মধ্যেও সামাজিক মাধ্যমে নিয়মিত তিনি। যে কোনও সমসাময়িক ইস্যুতেই মতামত দেন অভিনেত্রী। গত বছর থেকে কৃষক আন্দোলন নিয়ে বেশ সরব এই বলিউড তারকা।
এমআরএম