গুপ্তচর রাধিকা আপ্তে!
সবসময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন রাধিকা আপ্তে। তার কাজে সেই ছাপ পাওয়া যায় বরাবরই। বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডেও দেখা গেছে তাকে।
রাধিকা আপ্তেকে এবার দেখা যাবে গুপ্তচর চরিত্রে। ‘মিসেস আন্ডারকভার’ শিরোনামে সিনেমাটি পরিচালনা করেছেন অনুশ্রী মেহেতা। এছাড়াও সিনেমায় আরও দেখা যাবে অভিনেতা সুমিত ব্যাসকে।
বিজ্ঞাপন
সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘মিসেস আন্ডারকভার’-এর ট্রেলার। যেখানে দেখা যাচ্ছে একজন গৃহবধূ বন্ধুক ধরে আছে। এ প্রসঙ্গে রাধিকা জানিয়েছেন, এই সিনেমার গল্প শুনে তিনি খুব অবাক হন। চিত্রনাট্যেই পড়েই মুগ্ধ হয়ে গিয়েছিলেন এই বলিউড তারকা।
পোস্টার দেখেই সিনেমার সাফল্যের ব্যাপারে অনেকটা নিশ্চিত রাধিকা। তিনি আরও জানান, দর্শক এই পোস্টার বেশ ভালোভাবে গ্রহণ করেছে। এখন অপেক্ষা সিনেমাটি দেখার পর দর্শকরা কেমন প্রতিক্রিয়া দেন।
বিজ্ঞাপন
অনুশ্রী মেহেতার প্রথম সিনেমা এটি। এর আগে লেখক হিসেবে কাজ করেছেন তিনি। প্রথম কাজ প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, পোস্টার দেখে দর্শকদের প্রতিক্রিয়াতে তিনি মুগ্ধ। এছাড়াও তার ভরসা রাধিকা আপ্তে। আর এতে পরিচালক বেশ আনন্দিত।
উল্লেখ্য, বি ফর ইউ মোশান পিকচার, জাদুগর ফিল্মস এবং কাইত স্কাই নিবেদিত ‘মিসেস আন্ডারকভার’। এটি প্রযোজনা করেছেন ইশান সাকসেনা, আবির সেনগুপ্ত, সুনীল শাহ এবং বরুণ বাজাজ।
এমআরএম