সম্প্রতি প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী বেলাল খান ও বৃষ্টির কণ্ঠে নতুন গানচিত্র ‘তোমায় কতো ভালোবাসি। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে শাহরিয়ার আলম মার্সেল। গানটির ভিডিওতে মডেল হিসেবে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলাকে।

গানটির মুখ-‘তোমায় কতো ভালোবাসি জানে পাড়ার পাগলেও/ভালো আমি বেসে যাবো তুমি আমার না হলেও/মনে গড়ে মায়া মহল/করে নিলে আমায় দখল/ ইচ্ছেগুলো তোমার কাছে চলে আসে না বলেও।’ প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।

গানটি নিয়ে বেলাল খান বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমি নতুন যে গানগুলো করেছি তার মধ্যে অন্যতম একটি গান এটি। ভালো কথা, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি আমরা ভালো গাওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের মধ্যে মুগ্ধতা ছড়াবে।’

বৃষ্টি বলেন, ‘গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাই সর্বোচ্চ চেষ্টা করেছেন কাজটি ভালো করার জন্য। আমিও খুব আন্তরিকতার সঙ্গে গেয়েছি। সব মিলিয়ে খুব চমৎকার একটি গান হয়েছে। ধীরে ধীরে একটি শ্রোতাদের পছন্দের তালিকায় আসবে আশা করি।’

আরআইজে