ইন্ডিয়ান হাইকমিশনে ‘বঙ্গবন্ধু’র বায়োপিকের শিল্পীরা। ছবি : সংগৃহীত

চলতি মাসে শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং। সম্প্রতি রাজধানীর এক পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। সিনেমার শুটিংয়ে অংশ নিতে আগামী ১৯ জানুয়ারি ভারতে পৌঁছাবেন শিল্পীরা। 

এর আগে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) কলাকুশলিদের শুভেচ্ছা জানাতে মিলনমেলার আয়োজন করে ইন্ডিয়ান হাইকমিশন। সেখানে উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া দিঘিসহ অনেকে। হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ করেন। 

ইন্ডিয়ান হাইকমিশনের আমন্ত্রণে আরিফিন শুভ

আর আগে সিনেমার ২০ জনের একদল গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বাসভবনে। শনিবার (৯ জানুয়ারি) ‘বঙ্গবন্ধু’র কলাকুশলীদের শুভ কামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বাংলা ছাড়াও উর্দু, হিন্দি এবং ইংরেজি ভাষায় ডাবিং হবে বঙ্গবন্ধুর বায়োপিক। এটি পরিচালনা করবেন বলিউডের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমার প্রধান চরিত্র তথা বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ।

নুসরাত ফারিয়া ও আরিফিন শুভ

এছাড়া শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে নুসরাত ফারিয়া ও বড়বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় নুসরাত ইমরোজ তিশা ও তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করবেন ফেরদৌস আহমেদ।

বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন তৌকির আহমেদ, ফজলুর রহমান বাবু, তুষার খান, দিলারা জামান, সিয়াম আহমেদসহ শতাধিক শিল্পী।

আরিফিন শুভ ও দিঘি

১৯ থেকে ২৩ জানুয়ারি সিনেমাটির ওপর একটি ওয়ার্কশপ হবে মুম্বাইতে। ২৪ জানুয়ারি থেকে সেখানে শুরু হবে শুটিং। চলবে ৯ এপ্রিল পর্যন্ত। 

এমআরএম