কলম্বিয়ান পপ তারকা শাকিরা তার ১৪৫টি গানের স্বত্ব বিক্রি করে দিলেন। লন্ডনের সংগীত ব্যবস্থাপনা সংস্থা হিপনোসিস কিনে নেয় শাকিরার গানগুলো। বুধবার (১৪ জানুয়ারি) প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক গণমাধ্যমে খবরটি নিশ্চিত করে। 

শাকিরা বলেন, ‘প্রতিটি গানের মধ্যে আমি রয়েছি। গানগুলো যখন লিখেছি, সেই সময়টা তুলে ধরেছি। কিন্তু একটি গান প্রকাশ পাওয়ার পর সেটির মালিক শুধু আমি নই। আমি বিশ্বাস করি হিপনোসিস আমার গানগুলোর জন্য দারুণ এক ঘর হবে।’

হিপনোসিসের মুখপাত্র বিষয়টি নিয়ে বলেন, ‘আমাদের জন্য বড় এক সাফল্য এটি। শাকিরার মত তারকার সব গানের স্বত্ব কিনে নিয়েছি আমরা। তার গানের স্বত্ব পাওয়াটা আমাদের জন্য গর্বের বিষয়। শাকিরার গানের সুরক্ষার দায়িত্ব এখন আমাদের।’

১৯৯১ সারে ‌‘ম্যাগিয়া’ অ্যালবাম দিয়ে ক্যারিয়ার শুরু শাকিরার। প্রথম অ্যালবাম দিয়েই পুরো বিশ্বে তাক লাগিয়ে দেন তিনি। প্রথম অ্যালবাম বিশ্বব্যাপী বিক্রি হয় আট কোটি কপি। এরপর একে একে প্রতিটি অ্যালবাম তাকে ক্যারিয়ারের শীর্ষে নিয়ে গেছে। ঝুলিতে জমা পড়েছে ‘হিপস ডোন্ট লাই’, ‘হোয়েনএভার, হোয়েনএভার’, ‘ওয়াকা ওয়াকা’র মত গান। 

তিনবার গ্র্যামি জয়ী এই তারকা এরইমধ্যে বিশ্বের সেরা ধনী নারী শিল্পীদের তালিকায় স্থান পেয়েছেন। সম্প্রতি এক খবরে জানা যায়, শাকিরার বর্তমান সম্পত্তির পরিমান তিন হাজার কোটি টাকা। 
 
উল্লেখ্য, কিছুদিন আগে নিজের গানের স্বত্ব বিক্রি করেন বিখ্যাত সঙ্গীতশিল্পী, গীতিকার ও কবি বব ডিলান। ইউনিভার্সাল মিউজিক কিনে নেয় ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’ তারকার সব গান। 

এমআরএম