‘বাংলাদেশের ৫০’-এ কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
‘বাংলাদেশের ৫০’-এ কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ছবি : সংগৃহীত
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘বাংলাদেশের ৫০’। মূলত স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেওয়ার পর গত পাঁচ দশকে বিভিন্ন খাতে বাংলাদেশর সার্বিক উন্নয়ন, অর্জন এবং সম্ভাবনা তুলে ধরাই এই অনুষ্ঠানের আলোচ্য বিষয়।
মিডিয়া ব্যক্তিত্ব ফুয়াদ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানটির প্রতি পর্বে অতিথি হিসেবে অংশ নিয়ে থাকেন বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ। উদ্বোধনী পর্বে অতিথি হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এম.পি। এছাড়াও পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান এম.পি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এম.পি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এম.পি ইতোমধ্যে এই অনুষ্ঠানে এসেছেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের পর্বে অতিথি হিসেবে থাকছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এম.পি। শারমিন নিপার পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুর রহমান সুজন।
উল্লেখ্য, দীপ্ত টিভিতে সপ্তাহের প্রতি রবিবার বিকাল ৫টা ২০ মিনিটে এবং রাত ১২টায় প্রচারিত হচ্ছে ‘বাংলাদেশের ৫০’।
বিজ্ঞাপন
আরআইজে