ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মামনুন হাসান ইমন। ‌শনিবার (১৬ জানুয়ারি) থেকে সাভারে শুরু হচ্ছে তার নতুন সিনেমার শুটিং। ইমনের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। ‌‘বিয়ে আমি করবো না’ শিরোনামে সিনেমায় প্রথমবার এই জুটিকে দেখা যাবে। 

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। পরিচালনা করবেন রকিবুল আলম রকিব। দীর্ঘদিন পর নতুন সিনেমা পরিচালনায় এলেন এই পরিচালক। 

তানহা তাসনিয়া

সিনেমাটি প্রসঙ্গে ইমন বলেন, ‘অনেকদিন পর কমেডি নির্ভর সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। সিনেমার চিত্রনাট্যকার ও পরিচালক দুজনই গুণী ব্যক্তি। আশা করি দারুণ একটি কাজ দর্শকদের ‍উপহার দিতে পারবো। এছাড়া প্রথমবার তানহার সঙ্গে জুটি বাঁধলাম। এখন অপেক্ষা সিনেমার শুটিংয়ের। আগামীকাল (১৬ জানুয়ারি) থেকে শুটিং শুরু হবে। 

অন্যদিকে তানহা তাসনিয়া শুটিংয়ে যোগ দেবেন ১৭ জানুয়ারি। অনেকদিন পর সিনেমায় অভিনয় করবেন তানহা। বড় পর্দা দিয়ে তানহার ক্যারিয়ার শুরু। তবে পরবর্তীতে ছোট পর্দা ও বিজ্ঞাপনে তাকে বেশি দেখা গেছে।

মামনুন হাসান ইমন

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমা শুটিং। এরপর একে একে সবাই ‍শুটিংয়ে ফেরেন। যদিও শীতের কারণে এখন নতুন করোনা নিয়ে নতুন আতঙ্ক দেখা দিয়েছে। তবে পরিচালকরা আশ্বাস দিচ্ছেন স্বাস্থ্যবিধি মেনেই করা হচ্ছে শুটিং। 

এমআরএম