মুক্তির পর সেন্সর বোর্ডে জমা পড়লো শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘নবাব এলএল.বি’! আগে মুক্তি পেয়ে যাওয়ার পর কোনো সিনেমা এভাবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমার পড়ার ঘটনা সম্ভবত এটাই প্রথম!

আগামী ১৯ জানুয়ারি বিকাল ৪টায় সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখবেন বলে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সেন্সরসূচি থেকে জানা গেছে।  

এর আগে গত ১৬ ডিসেম্বর সিনেমাটির প্রথম অর্ধেক মুক্তি পায় ‘আই থিয়েটার’ অ্যাপে। এরপর থেকেই সিনেমাটি নিয়ে শুরু হয় সমালোচনা। পুরো সিনেমা মুক্তি না দিয়ে অর্ধেক দেওয়ার সিনেমার প্রধান অভিনেতা শাকিব খানও তখন সমালোচনায় মুখর হন।

এরপর ২৪ ডিসেম্বর রাতে সিনেমাটির একটি দৃশ্যে পুলিশকে ‘হেয়’ করার অভিযোগে গ্রেফতার করা হয় পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে। পুলিশের করা পর্নোগ্রাফি মামলায় দুজনকেই কারাগারে পাঠান আদালত। কারাভোগের পর গত ১১ জানুয়ারি জামিন মুক্ত হন তারা। এবার সেন্সরে জমা পড়লো সিনেমাটি।  

সিনেমাটির প্রযোজক আজমত রহমান বলেন, ‘ওয়েবের জন্য সেন্সর ছাড়পত্রের প্রয়োজন নেই। এটা মূলত অ্যাপেই চলবে। হলে মুক্তি দেওয়ার ইচ্ছাও আমাদের নেই। তারপরও আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আমরা এটি সেন্সরে জমা দিয়েছি।’

তিনি আরও জানান, ছবিটির দৈর্ঘ্য আগে বড় ছিল। সেখান থেকে কিছু কমানো হয়েছে এবার। মূল গল্পের কিছুই বাদ যাবে না। তবে কিছু সংলাপ বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ‘নবাব এলএলবি’ সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, আনোয়ার ও শহিদুজ্জামান সেলিম প্রমুখ। 

আরআইজে