নির্মাতা আমিতাভ রেজাকে এবার দেখা যাবে অভিনেতা হিসেবে। সিনেমার নাম ‘বসন্ত বিকেল’। পরিচালক রফিক শিকদার। তবে পুরো সিনেমায় নয়। একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন অমিতাভ রেজা। 
 
মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহরকে কেন্দ্র করে ‘বসন্ত বিকেল’র কাহিনী নির্মিত হয়েছে । এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করছেন শিপন মিত্র ও হুমায়রা সুবাহ।

রফিক শিকদার বলেন, ‘একটি বিশেষ চরিত্রের জন্য অমিতাভ রেজাকে প্রস্তাব দিই। তিনি আমাদের প্রস্তাবে প্রাথমিকভাবের রাজি হয়েছে। সময় বের করতে পারলে তিনি আমাদের সময় দেবেন। সেই অনুযায়ি শুটিংয়ের তারিখ নির্বাচন করবো।’

অমিতাভ রেজা বর্তমানে ব্যস্ত আছেন তার দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’ নিয়ে। এছাড়াও বিজ্ঞাপন নিয়ে ব্যস্ততা চলছে তার। জানা যায়, চলতি মাসে শেষ হবে সিনেমা পোস্ট প্রোডাকশনের কাজ। আগামী বছর মুক্তি পেতে পারে সিনেমাটি। 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনার সিনেমা ‘রিকশা গার্ল’। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন নভেরা। এছাড়াও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ আরও অনেকে।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন শর্বরী জোহরা আহমেদ। 

এমআরএম