মোঃ রফিকুল আলম ও সামিনা চৌধুরী, ছবি : সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দ্বৈত একটি গানে কণ্ঠ দিয়েছেন দেশবরেণ্য সংগীতশিল্পী মোঃ রফিকুল আলম ও সামিনা চৌধুরী। গানটির শিরোনাম ‘আগস্ট মাসের পনেরো তারিখ’। এটাই দুজনের গাওয়া প্রথম অডিও গান।

কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার। সুর ও সংগীতায়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ফরিদ আহমেদ। গানটির প্রথম দুটি লাইন-‘সময়ের মাঝে আজও উঁকি দেয় কী বিশাল বড় ক্ষত/আগষ্ট মাসের পনেরো তারিখ বলে যায় অবিরত’।

রেকর্ডিংয়ে দুই শিল্পীর সঙ্গে ফরিদ আহমেদ, ছবি : সংগৃহীত 

গানটি প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘রফিকুল আলম চাচা আমার খুব প্রিয় একজন শিল্পী। বলা যায় আমি তাঁর গানের ভক্ত। তাঁর সঙ্গে এই গানটি গাইতে পেরে আমি অনেক আনন্দিত। গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’

মোঃ রফিকুল আলম বললেন,  ‘ফরিদ আহমেদ চমৎকার একটি সুর করেছেন। সামিনাও দারুণ গেয়েছে। সব মিলিয়ে খুব ভালো একটি গান তৈরি হয়েছে। আমার বিশ্বাস জাতির পিতাকে নিয়ে তৈরি প্রশংসিত গানের তালিকায় এটিও থাকবে।’

উল্লেখ্য, গানটি রেকর্ড হয়েছে ট্রান্সক্রিপশন সার্ভিস, বাংলাদেশ বেতারে। সমন্বয়ে ছিলেন ট্রান্সক্রিপশন সার্ভিস, বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক নাদিয়া ফেরদৌস। গানটি নিয়ে তিনিও খুব আশাবাদী।  

আরআইজে