অবশেষে মুক্তি পাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। বড়দিন উপলক্ষে সারা বিশ্বে মুক্তি পাবে ২৫ ডিসেম্বর। এর আগে ১৬ ডিসেম্বর প্রিমিয়ার হবে ডিসি ফিল্মের এই সিনেমা। । ‘ওন্ডার ওম্যান’ চরিত্রে এবারো অভিনয় করেন ইসরাইলি তারকা গাল গাদোত।

চলতি বছরে জুন মাসে মুক্তির কথা ছিল সিনেমাটির। কিন্তু করোনা মহামারির কারণে মুক্তি পেছাতে হয় ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোসকে। শেষ পর্যন্ত বছর শেষে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। 

ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান থেকে জানানো হয়, এমন সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কারণ ২০০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি মহমারির সময় মুক্তি দেওয়া চ্যালেঞ্জের বিষয়। তাই শুধু হলে নয়, ওটিটি প্লাটফর্ম এইচবিও ম্যাক্সে মুক্তির পরিকল্পনা করা হয়।

গাল গোদাত বলেন, ‘আমরা সবাই অনেকদিন ধরে সিনেমাটির জন্য অপেক্ষায় আছি। কিন্তু করোনা সবাইকে বন্দি রেখেছে। এখনো আমরা খুব ভালো সময়ের মধ্যে নেই। এমন সময় হলে সিনেমা দেখতে দর্শকরা কতটা স্বাচ্ছন্দবোধ করবেন জানি না। তাই ঘরে বসে যেন দেখা যায় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শকরা তাদের সুবিধা মত সিনেমাটি উপভোগ করতে পারবেন।’

২০১৭ সালে মুক্তি পায় ডিসি কমিক চরিত্রের ‘ওন্ডার ওম্যান’। ১৫০ মিলিয়ন বাজেটের সিনেমাটি আয় করে ৮২১ মিলিয়ন ডলার। যা পুরো বিশ্বে সাড়া ফেলে। তাই পরবর্তী সিক্যুয়েল নিয়ে সংশ্লিষ্ট সবার প্রত্যাশা এক হাজার মিলিয়ন পাড় করবে সিনেমাটি। 

এমআরএম