টুইটারে পরিচয় পাল্টে ফেললেন বিরাট কোহলি
বাবা হওয়ার পর বেশ আনন্দে দিন কাটছে বিরাট কোহলির। তার সব পরিকল্পনা এখন মেয়েকে নিয়ে। বাবা পরিচয়টা বেশ উপভোগ করছেন এই ক্রিকেট তারকা। এজন্য টুইটারেও নিজের পরিচয় পাল্টে ফেললেন।
টুইটারে তার পরিচয়ের জায়গায় লেখা ছিল ক্রিকেটার। সেটি পরিবর্তন করে এবার লিখেছেন ‘আ প্রাউড হাজব্যান্ড অ্যান্ড ফাদার’। নতুন পরিচয় দেখে ভক্তরা বেশ আপ্লুত। প্রিয় তারকাকে জানিয়েছেন অভিনন্দন। তবে ভক্তদের আক্ষেপ কিন্তু যায়নি। কারণ এখনও প্রকাশ্যে আসেনি ‘বিরুস্কা’র কন্যার মুখ।
বিজ্ঞাপন
সেই আশা আপতত ছেড়ে দিতে হবে ভক্ত অনুরাগীদের। কারণ সম্প্রতি পাপারাজ্জিদের চিঠি দিয়ে সতর্ক করে দিয়েছেন বিরাট-আনুশকা। তাদের মেয়ের ছবি তোলা থেকে বিরত থাকতে বলা হয় তাদের। তাই এখন অপেক্ষা কবে এই তারকা দম্পতি কবে তাদের কন্যার ছবি প্রকাশ্যে আনবেন।
এই মুহূর্তে মেয়েকে নিয়েই সময় কাটছে বিরাট-আনুশকার। নবজাতকের জন্য বাড়িতে তৈরি করছেন অ্যানিম্যাল থিমের নার্সারি। ভোগকে দেওয়া এক সাক্ষাত্কারে অনুশকা বলেন, ‘মেয়ের জন্য একটি সুন্দর নার্সারি সাজাতে বহু সময় ব্যায় করছি। নার্সারিতে সব রঙ রয়েছে। বিরাট ও আমি দুজনেই পশুপ্রেমী এবং আমরা চাই আমাদের সন্তানেরও সেই সম্পর্কটা পশুদের সঙ্গে তৈরি হোক।’
বিজ্ঞাপন
ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিরাট বলেন, ‘আমার ক্যারিয়ারে কোনো কিছু বাড়িতে ফুটে উঠুক তা চাই না। ট্রফি, নিজের কোনও অ্যাচিভমেন্ট তুলে ধরতে বা প্রদর্শন করতে চাই না। আমার সন্তান এখানে তার মত করে বড় হবে। এ বাড়ির সবখানে তার পদচ্ছাপ থাকবে।’
এমআরএম