প্রিয়াংকা চোপড়াকে চড় মেরেছিল হনুমান!
তিনি বলিউড ও হলিউড কাঁপানো অভিনেত্রী। তার ভক্ত ছড়িয়ে আছে সারা দুনিয়ায়। আর তাঁকে কিনা সপাটে একটা চড় মেরে দিল এক হনুমান! এটা কোনো সিনেমার দৃশ্য নয়। বাস্তবেই এমনটি ঘটেছিল প্রিয়াংকার সঙ্গে।
২০১৬ সালে কপিল শর্মার চ্যাট শোতে এসে নায়িকা নিজেই অদ্ভুত এই ঘটনাটি শেয়ার করেছিলেন। আর এই খবরটি প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।
বিজ্ঞাপন
সেই শোতে প্রিয়াংকা জানান, তখন তিনি তৃতীয় শ্রেণির ছাত্রী। স্কুলের মাঠে গাছের ডালে একটা হনুমানকে নিজের গা পরিষ্কার করতে দেখে খুব হেসেছিলেন। তাঁর সেই হাসিতেই বোধ হয় মনক্ষুণ্ণ হয় হনুমানটির। ব্যাস! গাছের ডাল থেকে সোজা নেমে এসে প্রিয়াংকার গালে বসিয়ে দেন পাঁচ আঙুলের ছাপ!
এর পর হাসতে হাসতে নিক জোনাস পত্নী আরও যোগ করেন, ‘হনুমানটা নিচে এল, আমাকে চড় মারল, চলে গেল। এভাবে হনুমানের চড় খেয়েছিলাম আমি।’
বিজ্ঞাপন
প্রিয়াংকার ছোটবেলার এই গল্প শুনে হাসি ধরে রাখতে পারেননি অনুষ্ঠানে উপস্থিত দর্শক। এমনকি উপস্থাপক কপিল শর্মাও হেসে লুটোপুটি খান। জানান, তাঁকেও একবার হনুমান কামড়ে দিয়েছিল!
উল্লেখ্য, কপিল শর্মার শোতে একাধিক বার অতিথি হয়ে এসেছিলেন প্রিয়াংকা চোপড়া। ওই শোতে কপিল শর্মার সঙ্গে কমেডিতে সবচেয়ে বেশি টক্করও দিয়েছিলেন এই ‘বিশ্বসুন্দরী’।
আরআইজে