‘বিজয়ের সাতকাহন’-এর অতিথি মামুনুর রশীদ
বিজয় দিবস উপলক্ষ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘বিজয়ের সাতকাহন’। অনুষ্ঠানটির তিন পর্বের প্রতি পর্বে দু’জন করে অতিথি থাকবেন। প্রথম পর্বের অতিথি নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। এছাড়াও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচারিত হবে আজ ও আগামীকাল বিকেল ৫টা ৩৫ মিনিটে। ১৬ ডিসেম্বর প্রচারিত হবে রাত ১১টা ২৫ মিনিটে।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘বিজয় দিবস উপলক্ষ্যে আমরা ১৪ থেকে ১৬ ডিসেম্বর এই তিনদিন বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছি। আয়োজনের মধ্যে বয়েছে বিশেষ নাটক, অনুষ্ঠান ও চলচ্চিত্র। আশা করি, আমাদের আয়োজন দর্শকের ভালো লাগবে।’
বরেণ্য মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলির কথা ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে বিশেষ এই অনুষ্ঠান ‘বিজয়ের সাতকাহন’। অনুষ্ঠানের প্রতি পর্বে দু’জন বরেণ্য মুক্তিযোদ্ধা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তারা মুক্তিযুদ্ধের সময়ের এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বুলবুল মহলানবীশ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।
এমআরএম