আশাহত করলেন সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্তকে নিয়ে ভক্তদের প্রত্যাশা একটু বেশিই। সেই প্রত্যাশা ধরেও রেখেছেন। কিন্তু ২০২০ সালে তিনি ক্যারিয়ারে খারাপ সময় পার করছেন। প্রথম মুক্তি পায় ‘সাদাক ২’ সিনেমা। যা শুধু ব্যার্থ নয়। হিন্দি সিনেমার ইতিহাসে এত কম রেটিং কোনো সিনেমা পায়নি।
আবারো খারাপ খবর সঞ্জয়ের জন্য। ১১ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় ‘তোরবাজ’। মুক্তির আগে সিনেমাটি নিয়ে যতটা আশায় ছিলেন দর্শকরা। ততটা আশাহত হয়েছেন সবাই।
বিজ্ঞাপন
সিনেমায় সঞ্জয় দত্তকে দেখা যায় এক প্রাক্তন সেনা কর্মকর্তার ভূমিকায়। যিনি কি-না নিজের জীবনেও বহু ঝড় সামলেছেন। ব্যক্তিগত জীবনের হতাশা, অবসাদ দূর করে সেই ব্যক্তিই নিজেকে সঁপে দেন রিফিউজি ক্যাম্পের বাচ্চাদের জীবন গড়ার কাজে। তাদেরকে বুঝতে শেখান যে, হাতে বন্দুক তুলে নেওয়ার চেয়ে ব্যাট-বল তুলে নেওয়া অনেক ভাল।
সিনেমায় দেখানো হয়, আফগান উদ্বাস্তু শিবিরের কিশোরদের লড়াই। সেখানে ক্যাম্পের শিশুদের ক্রিকেটের মাধ্যমে নতুন স্বপ্ন দেখাতে চান সঞ্জয়। ক্রিকেট খেলতে উদ্বুদ্ধ করা, টিম তৈরি করা, প্রশিক্ষণের টুকরো টুকরো মুহূর্ত আর তারপর সবশেষে শক্তিশালী প্রতিপক্ষকে হারানো।
বিজ্ঞাপন
সমালোচকরা বলছেন সিনেমার প্লট বেশ পুরনো। কিন্তু এরমধ্যে নতুন কিছু দেখানো যেত। যেই মুন্সিয়ানায় ব্যর্থ পরিচালক। সিনেমাটি পরিচালনা করেন গিরিস মালিক।
এমআরএম