জয় ও তার বাবা, ছবি : সংগৃহীত

অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বাবা মো. নাজিম উদ্দিন আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৬টা ৩০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাবা হারানোর দুঃসংবাদটি জয় নিজেই তার ফেসবুকে জানিয়েছেন। জয় লেখেন, আমি আমার বাবাকে হারালাম। সকাল ৬টা ৩০ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রধান প্রকৌশলী এবং পরিচালক পর্ষদের সদস্য।

এক অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সঙ্গে জয়ের বাবা (সাদা পোশাক), ছবি : সংগৃহীত 

জয়ের স্ত্রী জানান, তার শ্বশুর মো. নাজিম উদ্দিন আহমেদের নামাজে জানাজা আজ বাদ জোহর মোহাম্মদপুর ইকবাল রোড জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমকে বনানীস্থ কবরস্থানে দাফন করা হবে।

জয়ের পিতৃবিয়োগে শোক প্রকাশ করেছেন শোবিজে তার সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্খীসহ অনেকেই। 

উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বাবা মো. নাজিম উদ্দিন আহমেদ।

আরআইজে