থাপ্পড়ের জেরে শাহরুখের সিনেমার শুটিং বন্ধ
শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমার শুটিংয়ের সময় নির্দেশনা না মানায় এক সহকারীকে থাপ্পড় মেরেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এর জেরে বন্ধ গেছে সিনেমাটির শুটিং।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুটিংয়ে মোবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। কিন্তু এক সহকারী পরিচালক সে নির্দেশনা মানেননি। বিষয়টি নিয়ে ওই সহকারীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায় তাকে থাপ্পড় মেরে বসেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এরপর ওইদিনের জন্য শুটিং বন্ধ করে দেন নির্মাতা।
বিজ্ঞাপন
হঠাৎ এমন অপ্রীতিকর ঘটনায় সেটের সবাই বেশ অবাক হয়েছেন বলেও জানানো হয়েছে। তবে ঘটনার সময় সিনেমার নায়ক শাহরুখ খান সেটে উপস্থিত ছিলেন কিনা তা জানানো হয়নি।
উল্লেখ্য, কিছুদিন আগে বলিউড সুপারস্টার শাহরুখ খান জানিয়েছেন, তিনি বড় পর্দায় ফিরছেন। এরপরই ঘোষণা আসে তার নতুন সিনেমা ‘পাঠান’র। জানা যায়, ঘোষণা ছাড়াই সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু হয়।
বিজ্ঞাপন
যশ রাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’-এ শাহরুখ খানের বিপরীতে দীপিকা পাড়ুকোন অভিনয় করছেন বলে জানা গেছে। আর ভিলেনের চরিত্রে রয়েছে জন আব্রাহাম।
২০১৮ সালে আনন্দ এল রায় পরিচালিত ‘জিরো’ ফ্লপ হওয়ার পর আর কোনো নতুন সিনেমার মুক্তি পায়নি শাহরুখের। নতুন সিনেমাটি দিয়ে আবারও ফেরার কথা ‘বলিউড বাদশা’র।
আরআইজে