করোনা ভ্যাকসিনের তালিকায় শিল্পীরা কেন নেই, বললেন মম
জাকিয়া বারী মম, ছবি : সংগৃহীত
করোনাভাইরাস থেকে বাঁচতে অনেক প্রত্যাশার টিকার প্রথম চালান দেশে এসে পৌঁছেছে। প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের জন্য উপহার হিসেবে ২০ লাখ ডোজ টিকার এই চালান পাঠিয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি।
ভারত থেকে টিকা আসার দিনই শিল্পী-সাহিত্যিকদের জন্য টিকা বরাদ্দ নিয়ে কথা বলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম।
বিজ্ঞাপন
আজ (২১ জানুয়ারি) নিজের ফেসবুকে মম লেখেন, ‘৩৫ লাখ করোনা ভ্যাকসিন আসছে বাংলাদেশে। কিন্ত সরকারি সেই তালিকায় শিল্পী-সাহিত্যিকের অগ্রাধিকার নেই।’
এর কারণ হিসেবে তিনি লেখেন, ‘প্লেটো ঠিক যে কারণে শিল্পী-কবিদের গণতন্ত্রের শাসন ব্যবস্থার বাইরে রাখবার কথা বলেছেন তা সঠিকভাবে আমরা না বুঝে তাদের রাষ্ট্রের বাইরেই বের করে দিয়েছি, এখনো দিচ্ছি। অথচ, স্বাধীনতা সময়কালীন বা পরবর্তী বাস্তবতায় শিল্পী থেকেছেন অগ্রনায়ক।’
বিজ্ঞাপন
মমর এই কথার সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনেকেই নিজেদের মতামত দেন।
উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকা দ্রুতই মানুষকে দেওয়ার পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের।
আরআইজে