রোশান, ছবি : সংগৃহীত

ঢালিউডের নতুন নতুন প্রজন্মের নায়কদের মধ্যে খুব সম্ভাবনাময় জিয়াউল রোশান। ইতোমধ্যে 'রক্ত', 'ধ্যাততেরিকি', 'ককপিট' ও 'বেপরোয়া' সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সামনে মুক্তির অপেক্ষায় তার আরও চার সিনেমা-'জ্বীন','মেকআপ', 'সাইকো' এবং 'অপারেশন সুন্দরবন'। বর্তমানে শুটিং করছেন সরকারি অনুদান পাওয়া 'আশীর্বাদ' ও 'মুখোশ' নামের দুটি সিনেমার।

এরমধ্যেই নতুন আরও তিনটি সিনেমার খবর দিলেন এই অভিনেতা। সিনেমাগুলোর নাম-‘ফাইটার’, ‘রিভেঞ্জ’ ও ‘গুলশানের চামেলি’। তিনটি সিনেমাই পরিচালনা করবেন প্রযোজক হিসেবে খ্যাত এম ডি ইকবাল।

তিন সিনেমার মহরতে পরিচালক, নায়ক ও অন্য অতিথিরা, ছবি : সংগৃহীত 

বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এফডিসির জহির রায়হান মিলনায়তনে এক মহরত অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাগুলোর ঘোষণা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক সামসুল আলম, সাংবাদিক শাবান মাহমুদ, পরিচালক জাকির হোসেন রাজু, নায়ক ওমর সানী, অমিত হাসান ও রোশান, আলিমুল্লাহ খোকন, নায়িকা শিরিন শিলাসহ অনেকে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ‘ঢাকা পোস্ট’কে রোশান বলেন, ‘ইকবাল ভাই এতদিন সিনেমা প্রযোজনা করেছেন। এবার পরিচালনায় আসছেন। শুরুতেই আমার ওপর আস্থা রাখায় তাকে ধন্যবাদ জানাচ্ছি। সিনেমাগুলো নায়িকা কে থাকবেন তা শিগগিরই চূড়ান্ত করা হবে। আশা করি সিনেমাগুলো দর্শক গ্রহণ করবে।’

এম ডি ইকবাল বলেন, ‘আমি যখন প্রযোজনা শুরু করি তখন থেকেই ইচ্ছে ছিল পরিচালনায় আসার। এতদিন নিজেকে প্রস্তুত করেছি। এবার প্রযোজনার সঙ্গে পরিচালনাও নাম লেখালাম।’ 

আরআইজে