‘ডুব’ সিনেমার দৃশ্যে তিশা ও ইরফান খান। ছবি: সংগৃহীত

‘কমলা রকেট’ দিয়ে নেটফ্লিক্সে বাংলাদেশের সিনেমার যাত্রা শুরু হয়। এবার সেই তালিকায় যুক্ত হলো ‘ডুব’। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় সিনেমাটি মুক্তি পাবে ৫ ফেব্রুয়ারি (শুক্রবার)। এরইমধ্যে নেটফ্লিক্সের ‘কামিং নেক্সউইক’ ক্যাটাগরিতে ডুবের ট্রেলার চলছে।

‌‘ডুব’ দিয়ে প্রথমবার বাংলাদেশের সিনেমা অভিনয় করেছিলেন বলিউডের প্রয়াত তারকা ইরফান খান। ‘ডুব’ নির্মিত হয়েছিল জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায়। এছাড়া ইরফান খানও ‍যুক্ত ছিলেন প্রযোজক হিসেবে। 

নেটফ্লিক্সের ‘কামিং নেক্সউইক’ ক্যাটাগরিতে ‘ডুব'

এসকে মুভিজের কর্ণধার অশুক ধানুকা গণমাধ্যমে এ বিষয়ে বলেন, ‘এ সিনেমা মুক্তির বিষয়ে এক মাস আগে নেটফ্লিক্স কর্তৃপক্ষ থেকে যোগাযোগ করা হয়। তখন জানানো হয়েছিল তিন মাসের মধ্যে সিনেমাটি নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে। অবশেষে সেই অপেক্ষা শেষ হলো।’

‘ডুব’ সিনেমার একটি দৃশ্যে তিশা ও পর্ণো মিত্র

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠানের এসকে মুভিজের সঙ্গে নেটফ্লিক্স কর্তৃপক্ষের যোগাযোগের বিষয়টি আগেই জানতাম। তবে কবে থেকে স্ট্রিমিং হবে সেটি জানা ছিল না।’ ‘ডুব’ সিমেনায় ইরফান খান ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৭ অক্টোবর মুক্তি পায় ‘ডুব’। সিনেমাটি বাংলাদেশের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের একটি বিতর্কিত অংশের ছায়া নিয়ে নির্মিত হয়েছে বলে গুঞ্জন রয়েছে।

এমআরএম