রোজার ঈদকে ঘিরে জমে উঠছে দেশের সিনেমা বাজার। মুক্তির মিছিলে ইতোমধ্যে কয়েকটি সিনেমা সামিল হয়েছে। এর মধ্যে মূল আকর্ষণ থাকছে ‘গলুই’-এর দিকে। কেননা এতে আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

এস এ হক অলিক পরিচালিত সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি। সেখানে চমকপ্রদ রূপে দেখা দিয়েছেন শাকিব ও নায়িকা পূজা চেরি। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির টিজার দর্শকদের আকৃষ্ট করেছে।

শাকিব-পূজার রসায়ন দেখে মুগ্ধ হয়েছেন সফল চিত্র পরিচালক মালেক আফসারীও। একটি ভিডিও বার্তায় অকপটেই সে কথা জানালেন তিনি। তার ভাষ্য, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন ট্রেলার কেমন লেগেছে, আমি এক কথা বলবো; এমনকি আমাকে যদি বেঁধে পিটানও আপনারাও, তবুও বলব, খুব মিষ্টি লেগেছে আমার কাছে। পূজা চেরিকে দারুণ লেগেছে, শাকিবকেও অনেক কম বয়সী লেগেছে।’

কিছু পরামর্শও দিয়েছেন মালেক আফসারী। তার মতে, ‘গলুই’ সিনেমা নিয়ে পর্যাপ্ত প্রচারণা হচ্ছে না। আরও জোরালো প্রচারণা দরকার। এই নির্মাতা বলেন, ‘ট্রেলার প্রকাশ করে চুপচাপ বসে থাকলে হবে না। প্রচারণার জোর কম। মাইন্ড করবেন না। এখনই সিনেমার বাজার গরম করতে হবে। সিনেমা হলের দরজা খোলার জন্য ধামাকা প্রচারণা লাগবে। আর এই প্রচারণা কার হাতে জানেন, পরিচালক অলিক ভাই, প্রযোজক খসরু ভাই এবং এর চেয়ে বড় দায়িত্ব যার, তিনি শাকিব খান।’

শাকিব খান ও পূজা চেরি

শাকিব বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। গত বছরের নভেম্বর থেকেই তিনি সেখানকার বাসিন্দা। তবে ‘গলুই’-এর মুক্তি উপলক্ষে তার দেশে আসা জরুরি বলে মনে করেন মালেক আফসারী। তিনি বলেন, ‘শাকিব খানকে ঢাকায় আসতে হবে। এবং তিনি আসছেন, ঈদের আগেই। কিন্তু আমি মনে করছি, দেরি হয়ে যাচ্ছে। ঈদের আগে নয়, এখনই আসতে হবে। আমি পরিচালককে অনুরোধ করব, শাকিব আসার পর তাকে ও পূজা চেরিকে নিয়ে সবগুলো টিভি চ্যানেলে যাবেন। এই ঈদই সুযোগ দর্শককে হলমুখী করার। যদি এই ঈদে কোনো কারণে ফেল করে, তাহলে সর্বনাশ হয়ে যাবে!’

মালেক আফসারীর মন্তব্যকে সাদরে গ্রহণ করেছেন নির্মাতা এস এ হক অলিক। তিনি ফেসবুকে আফসারীর উদ্দেশ্যে লিখেছেন, ‘আপনার মতো একজন বিজ্ঞ, অভিজ্ঞ ও সফল চলচ্চিত্র নির্মাতার পরামর্শ গ্রহণ করলাম। আপনার এই ভালোবাসা, এই আদর আমার সারা জীবন মনে থাকবে।’

উল্লেখ্য, ‘গলুই’ নির্মিত হয়েছে সরকারি অনুদানে। তবে সহ-প্রযোজনায় আছেন খোরশেদ আলম খসরু। এই সিনেমায় শাকিব ও পূজার সঙ্গে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।

কেআই/আরআইজে