মুক্তিযুদ্ধের সিনেমা ‘জয়যাত্রা’। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিকেল ৩টা ০৫ মিনিটে চ্যানেল আই প্রচারিত হবে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। 'জয়যাত্রা' মুক্তি পেয়েছিল ২০০৪ সালের ১৫ নভেম্বর। আমজাদ হোসেনের কাহিনী অবলম্বনে নির্মিত হয় সিনেমাটি। 

এতে অভিনয় করেছেন বিপাশা হায়াত, আজিজুল হাকিম, আবুল হায়াত, হুমায়ূন ফরীদি, তারিক আনাম খান, চাঁদনী, ইন্তেখাব দিনার, রুমানা খান, শাহেদ শরীফ খান, শামস সুমন, মাহফুজ আহমেদ, ফারহানা রহমান স্বপ্না, শুভ্রা, আহসান হাবিব নাসিম, নাজমান আনোয়ার, সালেহ আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, সীমা দাশ গুপ্তা, ইকবাল বাবু, মোশাররফ হোসেন, শিরিন আলম, আহসানুল হক মিনু, হাবিবুর রহমান হাবিব, শিশুশিল্পী রাইয়ান ঋত প্রমুখ।

প্রসঙ্গত, ‘জয়যাত্রা’ ২৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রর পুরস্কার পায়। এছাড়া সিনেমাটি শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র অভিনেত্রী ও শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে পুরস্কার অর্জন করে।

এমআরএম