একদিনে টিকা নিলেন লক্ষাধিক মানুষ
টিকা নিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন
গত ২৪ ঘণ্টায় এক লাখ এক হাজার ৮২ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে ৭৮ হাজার ৫৮৬ জন পুরুষ ও ২৬ হাজার ৪৯৬ জন নারী। পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৯৪ জনের। এনিয়ে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত সর্বমোট এক লাখ ৭৯ হাজার ৩১৮ জন টিকা গ্রহণ করেছেন। যাদের মধ্যে এক লাখ ৩৪ হাজার ৭৩৫ জন পুরুষ ও ৪৪ হাজার ৫৮৩ জন নারী। এদের মধ্যে ২০৭ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় এতথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুম (এমআইএস)। তথ্যানুযায়ী, ঢাকা মহানগরীতে গেল ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১২ হাজার ৫১৭ জন টিকা নিয়েছেন। যাদের মধ্যে একজনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে। এদের মধ্যে আট হাজার ৫৯২ জন পুরুষ ও তিন হাজার ৯২৫ জন নারী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সর্বোচ্চ সংখ্যক এক হাজার ৪৯৭ জন টিকা নিয়েছেন।
বিজ্ঞাপন
ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় মোট ২৫ হাজার ২২০ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে মোট ১০ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এ বিভাগে মোট ৪৭ হাজার ৯২৩ জন টিকা নিয়েছেন।
ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় মোট চার হাজার ৮৫৫ জন টিকা নিয়েছেন। যাদের মধ্যে ৯ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এবিভাগে মোট আট হাজার ৯৪২ জন টিকা নিয়েছেন।
বিজ্ঞাপন
চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৫৪৪ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ৩০ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এ বিভাগে মোট ৪০ হাজার ৪৬৭ জন টিকা নিয়েছেন।
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১১৪ জন টিকা নিয়েছেন। যাদের মধ্যে ১৩ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এ বিভাগে মোট ২২ হাজার ৫১৩ জন টিকা নিয়েছেন ।
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২৩৭ জন টিকা নিয়েছেন। যাদের মধ্যে আট জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এ বিভাগে মোট ১৮ হাজার ৬৫২ জন টিকা গ্রহণ করেছেন।
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩৭২ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে ১৬ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এবিভাগে মোট ১৮ হাজার ৭৭৫ জন টিকা নিয়েছেন।
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় চার হাজার ১৮১ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে একজনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এ বিভাগে মোট সাত হাজার ১৩৭ জন টিকা নিয়েছেন।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আট হাজার ৫৫৯ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে সাতজনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এ বিভাগে মোট ১৪ হাজার ৯০৯ জন টিকা নিয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা প্রাণ কেড়ে নিয়েছে আট জনের। এর ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ২২৯ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৮৭ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৮ হাজার ৭৬৫ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৬৪২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮৫ হাজার ৯৩১ জন।
ওএফ