প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে গণ টিকা দেওয়া শুরুর চতুর্থ দিনে সারাদেশে ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন মানুষ টিকা নিয়েছেন। তাদের মধ্যে এক লাখ ১১ হাজার ৬৯১ জন পুরুষ এবং ৪৬ হাজার ৭৬০ নারী। এ দিনে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৭০ জনের।

সবমিলিয়ে সারাদেশে তিন লাখ ৩৭ হাজার ৭৬৯ জন টিকা নিয়েছেন, যাদের মধ্যে দুই লাখ ৪৬ হাজার ৪২৬ জন পুরুষ এবং ৯১ হাজার ৩৪৩ জন নারী রয়েছেন। আর টিকা নিয়ে সর্বমোট পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ২৭৭ জনের।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুম (এমআইএস)। অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগরীতে গেল ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৯ হাজার ১১৫ জন টিকা নিয়েছেন। যার মধ্যে দুইজনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে। এদের মধ্যে ১২ হাজার ৭৬৬ জন পুরুষ ও ছয় হাজার ৩৪৯ নারী। ঢাকার ৪৭টি হাসপাতালের মধ্যে সবচেয়ে বেশি ১৮৩৭ জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪০ হাজার ৯০৭ জন টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। তাদের মধ্যে ২৮ হাজার ২৯২ জন পুরুষ এবং ১২ হাজার ৬১৫ নারী। এদের মধ্যে মোট ৭ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এ বিভাগে মোট ৮৮ হাজার ৮৩০ জন টিকা নিয়েছেন।

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় মোট সাত হাজার ৫৪৯ জন টিকা নিয়েছেন। যাদের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৩৪৭ জন এবং নারী দুই হাজার ২০২ জন। পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৪ জনের। এবিভাগে মোট ১৬ হাজার ৪৯১ জন টিকা নিয়েছেন।

চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৪৫৮ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ২৬ হাজার ৪৮৭ জন এবং নারী দশ হাজার ৯৭১ জন। পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ২৪ জনের। এ বিভাগে মোট ৭৭ হাজার ৯২৫ জন টিকা নিয়েছেন।

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৭১ জন টিকা নিয়েছেন। যাদের মধ্যে পুরুষ ১২ হাজার ৬৮৭ জন এবং নারী পাঁচ হাজার ২৮৪ জন। পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ১০ জনের। এ বিভাগে মোট ৪০ হাজার ৪৮৪ জন টিকা নিয়েছেন।

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২২৪ জন টিকা নিয়েছেন। যাদের মধ্যে পুরুষ ১০ হাজার ৩৯৪ জন এবং নারী তিন হাজার ৮৩৯ জন। পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ১৫ জনের। এ বিভাগে মোট ৩২ হাজার ৮৭৬ জন টিকা গ্রহণ করেছেন।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১১৫ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ টিকা নিয়েছেন ১২ হাজার ২৮০ জন এবং নারী রয়েছেন চার হাজার ৮৩৫ জন। ৫ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এবিভাগে মোট ৩৫ হাজার ৮৯০ জন টিকা নিয়েছেন।

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ১৪৭ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ চার হাজার ৪৭৯ জন এবং নারী এক হাজার ৬৬৮ জন। পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে পাঁচ জনের। এ বিভাগে মোট ১৩ হাজার ২৮৪ জন টিকা নিয়েছেন।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৮০ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ৭২৫ জন এবং নারী পাঁচ হাজার ৩৫৫ জন। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এ বিভাগে মোট ৩১ হাজার ৯৮৯ জন টিকা নিয়েছেন।  

নিবন্ধন করে ঢাকাসহ সারা দেশে ১০১৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। ঢাকায় ২০৪টি এবং ঢাকার বাইরে ২ হাজার ১৯৬টি স্বাস্থ্যকর্মীর দল এসব কেন্দ্রে টিকা প্রয়োগ করছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রতিটি দল দৈনিক ১৫০ জনকে টিকা দিতে পারবে। সে হিসেবে দৈনিক তিন লাখের বেশি মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে স্বাস্থ্য বিভাগের।

টিআই/এসএম