ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের করোনা ইউনিটে নতুন ১০টি আইসিইউ বেড যুক্ত হয়েছে। ১৭ মার্চ এই নতুন ভবনে অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউ। 

আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় ঢামেক হাসপাতালের কনফারেন্স রুমে প্রতিষ্ঠানটির পরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক নতুন এই ১০ আইসিইউ বেডের উদ্বোধন করেন। 

ব্রিগেডিয়ার নাজমুল হক ঢাকা পোস্টকে বলেন, আপনারা জানেন যে গত ১৭ মার্চ ঢাকা মেডিকেলের করোনার আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আইসিইউটি পুড়ে যায়। আমরা চেষ্টা করছিলাম দুই সপ্তাহের মধ্যে একটি করোনার আইসিইউ চালু করার জন্য। যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনায় আইসিইউটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় ১০ বেডের একটি আইসিইউ খোলা হয়। 

তিনি আরও বলেন, এতে আমাদের সিলন ব্যাংক সাহায্য করেছে। তারা আমাদের কিছু আইটেম দিয়েছে। আমাদের ১০টি বেড ছিল আরও ১০টি বেড যুক্ত হলো। এটি খুবই সামান্য আমরা চেষ্টা করে যাচ্ছি সবাইকে সেবা দেওয়ার জন্য।

ঢামেক/এনএফ