স্বাস্থ্য ক্যাডারের ৪৩৮ চিকিৎসকের পদোন্নতি
সরকারের লোগো
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত ৪৩৮ চিকিৎসককে পদোন্নতি দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে তাদেরকে এ পদোন্নতি দেওয়া হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, স্বাস্থ্যসেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশ অনুযায়ী ২১টি বিষয়ের ৪৩৮ জন চিকিৎসক মেডিক্যাল অফিসারকে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব আবু রায়হান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া চিকিৎসকদের per3@hsd.gov.bd ইমেইল ঠিকানায় যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পরিচালক, স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের একান্ত সচিব, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), মেডিক্যাল কলেজগুলোর অধ্যক্ষ ও পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।
টিআই/জেডএস