আফগানিস্তানের রাজধানী শহরে বুধবার পৃথক চারটি বিস্ফোরণের মধ্যে একটিতে কাবুল পুলিশ ডিস্ট্রিক্ট-৫ এর প্রধান মোহাম্মদজাই কোচি নিহত হয়েছেন। তার গাড়ি লক্ষ্য করেই মূলত বিস্ফোরণটি ঘটানো হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।  

স্থানীয় সময় বুধবার সকাল নয়টার দিকে কাবুলের বারাকি এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় কাবুল ডিস্ট্রিক্ট-৫’র পুলিশ প্রধান ছাড়াও তার দুই দেহরক্ষী নিহত হয়েছেন।

পুলিশ প্রধানের গাড়িতে বিস্ফোরণে আহত হয়েছেন দুজন। তোলো নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে যে, বুধবার কাবুলে মোট চারটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  

পুলিশের গাড়ি লক্ষ্য করে প্রথম বিস্ফোরণটি হয়েছে কাবুল প্রদেশের পাঘমান জেলার কালা-ই-আবুল আলি এলাকায়। পুলিশের পক্ষ থেকে ওই এই খবর নিশ্চিত করে জানানো হয়েছে, ওই বিস্ফোরণে কারও প্রাণহানি হয়নি।  

দ্বিতীয় বিস্ফোরণটি হয়েছে কাবুলের শহরতলী কাওয়াই মারজাক এলাকায়। কাবুল পুলিশ জানিয়েছে, ওই বিস্ফোরণে মোট চারজন আহত হয়েছেন। তবে কারো প্রাণহানি হয়নি।

আরেকটি হামলা হয়েছে কাবুলের ইন্টারন্যাশনাল সেরেনা হোটেলের পাশে। সেখানে রাখা একটি গাড়িতে বিস্ফোরণটি হয়। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ওই হামলার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তৃতীয় হামলাটি হয় আঞ্চলিক পুলিশ প্রধান কোচির গাড়ি বহর লক্ষ্য করে। তবে এখন পর্যন্ত এই চার হামলার কোনোটির দায় কোনো সশস্ত্র গোষ্ঠী স্বীকার করেনি। তবে আফগান তালেবান নিয়মিত কাবুলে এমন বিস্ফোরণ ও বোমা হামলা চালায়।

এএস