সৌদি নারী অধিকারকর্মী লুজাইন কারামুক্ত
সৌদি আরবের নারী অধিকারকর্মী লুজাইন আল হাথলৌলকে মুক্তি দিয়েছেন দেশটির আদালত| ছবি: টুইটার
তিন বছর কারাবাসের পর সৌদি আরবের প্রথম সারির নারী অধিকারকর্মী লুজাইন আল হাথলৌলকে মুক্তি দিয়েছে সরকার। বুধবার লুজাইনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল, সেগুলো তুলে নিয়েছে সৌদি সরকার।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লুজাইনের একটি ছবি টুইট করে তার বোন লিনা ক্যাপশনে লেখেন, ‘লুজাইন এখন বাড়িতে!!!!!!’। তার আরেক বোন আলিয়া পৃথক এক টুইটে বলেন, ‘লুজাইন বাড়ি ফিরে এসেছে। এটা আমার জীবনের সেরা একটি দিন।’
বিজ্ঞাপন
সৌদি সমাজের বিভিন্ন ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীদের অংশগ্রহণ এবং রাজনৈতিক নেতৃত্বে নারী-পুরুষ উভয়ের সমান অধিকারের দাবিতে জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর ‘অপরাধে’ কয়েক বছর আগে লুজাইন অল হাথলৌলের(৩১) বিরুদ্ধে মামলা করে সৌদি সরকার। সৌদি আরবের রাজনৈতিক ব্যবস্থা ও রাষ্ট্রের জাতীয় ঐক্য বিনষ্টের চেষ্টার অভিযোগে দায়ের করা ওই মামলায় ২০১৮ সালে তাকে ছয় বছর কারাদণ্ড এবং পাঁচ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেন আদালত।
শাস্তির ৩ বছর অতিক্রমের পর বুধবার এক আদেশে লুজাইন আল হাথলৌলকে মুক্তি দেন দেশটির আদলত।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তার এই কারাদণ্ডাদেশকে সৌদি বিচারব্যবস্থার ‘হাস্যকর নাটিকা’ বলে অভিহিত করেছিল। কারাগারে লুজাইনের ওপর শারিরীক ও যৌন নির্যাতন করা হচ্ছে বলে এর আগে আদালতে অভিযোগ করেছিলেন তার পরিবারের সদস্য ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো; কিন্তু এর পক্ষে যথাযথ প্রমাণ হাজির করতে না পারায় সে অভিযোগ আদালত খারিজ করে দিয়েছিলেন বলে জানিয়েছেন লুজাইনের বোন আলিয়া।
সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি হয় ২০১৮ সালের দু’টি ঘটনায়- লুজাইন আল হাথলৌলের কারাদণ্ডাদেশ এবং তুরস্কে সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ড। এই দুই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে। তবে সৌদি যুবরাজ বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যে সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চলতি মাসের প্রথম দিকে এ বিষয়ে বাইডেন বলেছেন, তিনি আশা করেন সৌদ আরবের কারাবন্দি নারী অধিকার আন্দোলন কর্মীদের দ্রুত মুক্তি এবং দেশটির মানবাধিকার পরিস্থিতির দ্রুত উন্নয়ন ঘটবে।
সূত্র: মিডলইস্ট মনিটর।
এসএমডব্লিউ