ইরাকের কুর্দি অধ্যূষিত অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। হামলায় একজন ঠিকাদান মারা গেছেন। আহত হয়েছেন আরও আটজন। গার্ডিয়ান লিখেছে, ক্ষমতায় আসার পর এটাই ইরান নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের প্রথম পরীক্ষা। 

ইবরিল শহরের অদূরে বিমানবন্দরের পাশে মার্কিন নেতৃত্বাধীন ওই সামরিক ঘাঁটিতে সোমবার শেষরাতে আনুমানিক ১৪টি রকেট হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় টেলিভিশন চ্যানেলকে এমন তথ্যই জানিয়েছেন। 

গত এক বছরের মধ্যে ইরাকে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর ওপর এটা সবচেয়ে প্রাণঘাতী হামলা। ওই অঞ্চলে মার্কিন বাহিনী ও তাদের ইরাকি ও কুর্দি মিত্রদের সঙ্গে ইরানের সমর্থনপুষ্ট মিলিশিয়া বাহিনীগুলোর উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে।

গার্ডিয়ান লিখেছে, রকেটগুলোর মধ্যে তিনটি সামরিক ঘাঁটির ভেতরে ও বাকিগুলো পাশের আবাসিক এলাকায় আঘাত হানে। এতে যে ঠিকাদন নিহত হন তিনি বিদেশি, তবে যুক্তরাষ্ট্রের নাগরিক নন। হামলায় মার্কিন বাহিনীর এক সেনা সদস্যও আহত হয়েছেন। 

ইরাকে অবস্থিত পশ্চিমা সামরিক ও কূটনৈতিক অবস্থান লক্ষ করেই রকেট ও রাস্তার পাশে রাখা বোমার মাধ্যমে হামলা চালানো হয়। হামলা সবচেয়ে বেশি হয় ইরাকের রাজধানী অঞ্চল বাগদাদে। ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর ওপর এর দায় চাপায় যুক্তরাষ্ট্র।

কুর্দিদের রাজধানী হিসেবে পরিচিত ইবরিলে সাধারণত এমন হামলা হয় না। তবে সোমবারের এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ‘আওলিয়া আল-দাম’ নামের একটি স্বল্প পরিচিত শিয়া মিলিশিয়া গোষ্ঠী।

ইরাকে ‘যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের’ ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করলেও নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ সরবরাহ করতে পারেনি ‘আওলিয়া আল-দাম’। যুক্তরাষ্ট্র এই রকেট হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন যুক্তরাষ্ট্র সময় সোমবার সন্ধ্যায় বলেছেন, ‘আজকের রকেট হামলার ঘটনায় আমরা ভীষণ ক্ষুব্ধ। এই হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন বাইডেন প্রশাসনের এই পররাষ্ট্রমন্ত্রী।   

এএস