জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের উদ্ভাবিত করোনা টিকার ৫০ লাখ ডোজ কেনার জন্য তাইওয়ান যে চুক্তি করেছিল তা স্থগিত হয়ে গেছে। স্বশাসিত দ্বীপটির স্বাস্থ্যমন্ত্রী বুধবার এর নেপথ্যে চীনের চাপের কথা বলছেন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী তাইওয়ানের স্বাস্থ্যমন্ত্রী চেন শিন-চুং বলেন, ‘ডিসেম্বরে সরকারি কর্মকর্তারা চুক্তির ঘোষণা দেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছিল। কিন্তু আচমকা ঠিক তখন বায়োএনটেক চুক্তি থেকে সরে যায়।’ 

তাইওয়ানের স্বাস্থ্যমন্ত্রী চীনকে উদ্দেশ্য করে বলেন, তিনি ‘বাহ্যিক ক্ষমতার হস্তক্ষেপ’ সম্পর্কে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন।

সরাসরি চীনকে দোষারোপ করে কথা না বললেও চেন ইঙ্গিত করেছেন যে, এই সিদ্ধান্তের রাজনৈতিক দিক রয়েছে এবং তিনি ‘বাহ্যিক ক্ষমতার হস্তক্ষেপ’ সম্পর্কে আগেই উদ্বিগ্ন ছিলেন। তাই পরিকল্পিত ওই চুক্তিটি নিয়ে প্রকাশ্যে আলোচনায় তার এমন সতর্কতা।

বুধবার স্থানীয় এক রেডিওকে সাক্ষাৎকারে তাইওয়ানের স্বাস্থ্যমন্ত্রী চীনের উদ্দেশ্য আরও বলেন, ‘কিছু মানুষ তাইওয়ানের ভালো দেখতে চায় না।’ তবে তিনি তার এমন দাবির পক্ষে কোনো ব্যাখ্যা অবশ্য তুলে ধরেননি।

করোনা মোকাবিলায় সফল তাইওয়ানের স্বাস্থ্যমন্ত্রী চেন শিন-চুং

উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে। কিন্তু তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্র মনে করে। মহামারি করোনাভাইরাস নিয়ে তাইপের সঙ্গে বেইজিংয়ের নানা বিষয়ে বেশ কয়েকবার বিরোধ হতে দেখা গেছে সম্প্রতি। 

বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে কেবল চীন তাইওয়ানের হয়ে কথা বলতে পারে, বেইজিংয়ের এমন কথায় ক্ষুব্ধ হয়েছে তাইওয়ান। অন্যদিকে তাইওয়ান মহামারি করোনাভাইরাস নিয়ে চীনের বিরুদ্ধে স্বচ্ছতার অভাবের অভিযোগ তোলায় ক্ষুব্ধ বেইজিং।

এমআরএনএ প্রযুক্তিতে তৈরি নিজেদের টিকা চীনের মূল ভূখণ্ড ছাড়াও হংকং, ম্যাকাও, তাইওয়ানে তৈরি ও বাণিজ্যিকভাবে বিক্রির জন্য চীনের সাংহাই ফোসুন ফার্মাসিউটিক্যাল গ্রুপ কোম্পানির সঙ্গে চুক্তি করেছিল জার্মান কোম্পানি বায়োএনটেক। 

এর পরিবর্তে বায়োএনটেককে লাইসেন্স ফি বাবদ ৮৫ মিলিয়ন ডলার পরিশোধ ও বায়োএনটেকের শেয়ার কেনার জন্য চীনের ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের বিষয়ে রাজি হতে হয়েছে। এদিকে বিশ্বজুড়ে বায়োএনটেকের করোনা টিকার যৌথ অংশীদার মার্কিন কোম্পানি ফাইজার।  

 বায়োএনটেকের করোনা টিকার যৌথ অংশীদার মার্কিন কোম্পানি ফাইজার

তাইওয়ানের স্বাস্থ্যমন্ত্রী চেন বলেন, বায়োএনটেক তাদেরকে ফোসুনের সঙ্গে আলোচনা করার বিষয়ে কিছু বলেনি এবং বায়োএনটেকের সঙ্গে চুক্তিটি এখনো ভেস্তে যায়নি, তাদের সঙ্গে টিকা নিয়ে এই চুক্তি শুধু স্থগিত হয়ে গেছে।  

রয়টার্স বিষয়টি নিয়ে কথা বলতে বায়োএনটেক ও ফোসুন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি। চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয়ও তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি। 

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষদিকে তাইওয়ান ঘোষণা দিয়েছিল যে, তারা প্রায় দুই কোটি ডোজ টিকা কেনার জন্য চুক্তি করেছে। এরমধ্যে এক কোটি পাওয়ার কথা ব্রিটিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি। বাকিগুলো করোনা টিকার বৈশ্বিক জোট ‌‘কোভ্যাক্স’ থেকে পাওয়ার কথা।

এএস