পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে হত্যার হুমকি দিয়ে টুইট করেছে। টুইটে মালালার উদ্দেশ্যে লিখেছে, ‘এবার আর কোনো ভুল হবে না’। ২০১২ সালে এই জঙ্গিগোষ্ঠী হত্যা করার লক্ষ্যে মালালাকে গুলি করেছিল।

মালালাকে হত্যার হুমকি দিয়ে এমন টুইট করার পর বুধবার টুইটার কর্তৃপক্ষ ওই অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে।

হত্যার হুমকি পাওয়ার পর মালালা টুইট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান ও সামরিক বাহিনীর কাছে জানতে চেয়েছেন তাকে গুলি করে যে ব্যক্তি হত্যার চেষ্টা করেছিল সেই এহসানউল্লাহ এহসান কীভাবে সরকারি হেফাজত থেকে পালিয়ে গেল।       

এহসান ২০১৭ সালে গ্রেপ্তান হন। কিন্তু ২০২০ সালের জানুয়ারিতে সরকারি হেফাজতে তিনি পালিয়ে যান। গ্রেপ্তারের পর এহসান পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হেফাজতে ছিলেন। তার গ্রেপ্তার ও হেফাজত থেকে পালানো নিয়ে নানান বিতর্ক ও রহস্য রয়েছে।   

উর্দু ভাষায় যে টুইটার অ্যাকাউন্ট থেকে মালালাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, গোয়েন্দা হেফাজত থেকে পালিয়ে যাওয়ার পর সেই অ্যাকাউন্ট থেকে পাকিস্তানের সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ ছাড়াও সাক্ষাৎকার দিয়েছেন পলাতক এহসানউল্লাহ এহসান। 

তার একাধিক টুইটার অ্যাকাউন্ট রয়েছে। সবগুলো অ্যাকাউন্টই বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এহসান পাকিস্তানের তালেবান অর্থাৎ ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’র দীর্ঘদিনের সদস্য। টুইট বার্তা মালালা ও তার বাবাকে দেশে ফেরার কথা বলা হয়।

মালালা এক টুইট বার্তায় লিখেছেন, ‘এই হলো তেহরিক-ই-তালেবানের সাবেক মুখপাত্র যে আমাকে ছাড়াও অনেক নিরীহ মানুষের হামলার কথা স্বীকার করেছে। সে এখন সোশ্যাল মিডিয়ায় মানুষকে হুমকি দিচ্ছে। সে কীভাবে পালালো?’

প্রধানমন্ত্রী ইমরান খানের উপদেষ্টা রাউফ হাসান বলেছেন, মালালার হত্যার হুমকি নিয়ে সরকারি তদন্ত চলছে এবং তাৎক্ষণিকভাবে টুইটার কর্তৃপক্ষকে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় সরকার। 

এএস